সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনে রাখা হচ্ছে বিশেষ কুলিং সিস্টেম। আসলে যাঁরা ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে গেম খেলবেন তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। যাতে দীর্ঘক্ষণ গেম খেলা হলেও তা গরম না হয়ে যায়। অ্যন্ড্রয়েড ১২ অপরেটিং ব্যবস্থা রয়েছে এই মোবাইলে।
আরও পড়ুন : এ বার গুগল হবে আরও কালো, ডার্ক মোড নিয়ে আসছে নতুন আপডেট!
advertisement
ন্যুবিয়া রেড ম্যাজিক ৭ স্মার্ট ফোনের দাম শুরু হচ্ছে ৬২৯ ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪৬,৯০০ টাকার কাছাকাছি। এই দামে পাওয়া যাবে ১২GB RAM + ১২৮GB স্টোরেজের বেসিক মডেল। ১৬GB + ২৫৬GB মডেলের দাম পড়বে ৭২৯ ডলার অর্থাৎ প্রায় ৫৪,৩০০টাকা। ১৮GB RAM + ২৫৬GB স্টোরেজের দাম পড়বে ৭৯৯ ডলার বা প্রায় ৫৯,৬০০ টাকা। জানা গিয়েছে, আগামী ১০ মার্চের পর বিশ্বের একাধিক দেশে এই মোবাইলের বিক্রি শুরু করতে চলেছে সংস্থা।
আরও পড়ুন : ট্যুইটার নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার ডিরেক্ট মেসেজ, জেনে নিন এক ঝলকে!
আরও পড়ুন : ব্যবহার হতে চলেছে গুগলের স্মার্টওয়াচে; এক নজরে দেখে নিন গুগলের নতুন ওএস ৩!
এক নজরে ন্যুবিয়া রেড ম্যাজিক ৭-
১. ফুল HD+ রেজোলিউশন।
২. ৬.৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে
৩. ১৬৫Hz রিফ্রেশ রেট, ৭২০Hz টাচ স্যাম্পলিং রেট
৪. ১৮GB পর্যন্ত RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ
৫. নতুন Snapdragon 8 Gen 1 চিপসেট
৬. ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ৬৪-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর।
একটি ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং একটি ২-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
৭. ৮-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৮. এরই পাশাপাশি রয়েছে কুলিং টেকনোলজি। যে হেতু রেড ম্যাজিক সিরিজের প্রধান বিষয় গেমিং, তাই ফোনে বাতাসের পরিমাণ ৩৫ শতাংশ বাড়ানোর জন্য কুলিং সিস্টেম উন্নত করা হয়েছে। এতে ফোন গরম হবে না।
৯. গেম খেলার উপযোগী ডুয়াল শোল্ডার ট্রিগার।
১০. গ্লোবাল মডেলটিতে ৬৫W চার্জিং সম্ভব।