TRENDING:

সোনি, স্যানসুই ও ভিডিওকন ফোনেও মিলবে রিলায়েন্স জিও-র প্রিভিউ অফারের সুবিধা !

Last Updated:

বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছে রিলায়েন্সের জিও ৪জি৷ নতুন খবর অনুযায়ী, এবার ভিডিওকন, সোনি ও স্যানসুই মোবাইল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছে রিলায়েন্সের জিও ৪জি৷ নতুন খবর অনুযায়ী, এবার ভিডিওকন, সোনি ও স্যানসুই মোবাইল গ্রাহকরাও পেতে পারেন রিলায়েন্স জিও ৪জির প্রিভিউ অফারের সুবিধা ৷ এই তিন ব্র্যান্ড ছাড়াও আরও ১৬টি ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স জিও ৷ এই প্রিভিউ অফারের মধ্যে শুধুমাত্র ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ হবে তা নয়, সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ জিও ৪জি-র এলটিই প্রযুক্তি ব্যবহার করার সুবিধাও মিলবে ৷
advertisement

রিলায়েন্সের সব স্টোরেই এই অফার সম্পর্কে সব ধরণের তথ্য ও সুবিধা পাওয়া যাবে ৷ তা ডিজিটাল এক্সপ্রেস হোক বা ডিজিটাল এক্সপ্রেস মিনি ৷ আপনি যদি রিলায়েন্স স্টোর থেকে মোবাইল ফোন না কিনে অন্য কোনও স্টোর থেকেও কিনে ফেলেন, তাতেও কোনও সমস্যায় পড়তে হবে না ৷ আপনার কেনা ফোন নিয়েই, রিলায়েন্স স্টোরের গেলে সহজেই জিও ৪জি প্রিভিউ অফার মিলবে ৷ শুধুমাত্র ফোন কেনার সময় আপনার kyc তথ্য জমা দিতে হবে ৷ এতে সিমের সত্যতা ও নিরাপত্তা বজায় থাকবে ৷

advertisement

জিও প্রিভিউ অফারে আপনি পাবেন আনলিমিটেড ভিডিও ও ভয়েস কলের সুবিধা ৷ আনলিমিটেড এসএমএস ও আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেটের সুবিধা ৷ ৯০ দিনের জন্য এই অফার বলবৎ থাকবে ৷ অর্থাৎ তিন মাস ধরে বিনা খরচায় আপনি যতখুশি কথা বলতে পারবেন৷ যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

রিলায়েন্সের জিও ৪জি আসুস, মাইক্রোম্যাক্স, ইউ, টিসিএল, অ্যালকাটেল, কার্বন, জোলোতেও এই সুবিধা মিলবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সোনি, স্যানসুই ও ভিডিওকন ফোনেও মিলবে রিলায়েন্স জিও-র প্রিভিউ অফারের সুবিধা !