রিলায়েন্সের সব স্টোরেই এই অফার সম্পর্কে সব ধরণের তথ্য ও সুবিধা পাওয়া যাবে ৷ তা ডিজিটাল এক্সপ্রেস হোক বা ডিজিটাল এক্সপ্রেস মিনি ৷ আপনি যদি রিলায়েন্স স্টোর থেকে মোবাইল ফোন না কিনে অন্য কোনও স্টোর থেকেও কিনে ফেলেন, তাতেও কোনও সমস্যায় পড়তে হবে না ৷ আপনার কেনা ফোন নিয়েই, রিলায়েন্স স্টোরের গেলে সহজেই জিও ৪জি প্রিভিউ অফার মিলবে ৷ শুধুমাত্র ফোন কেনার সময় আপনার kyc তথ্য জমা দিতে হবে ৷ এতে সিমের সত্যতা ও নিরাপত্তা বজায় থাকবে ৷
advertisement
জিও প্রিভিউ অফারে আপনি পাবেন আনলিমিটেড ভিডিও ও ভয়েস কলের সুবিধা ৷ আনলিমিটেড এসএমএস ও আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেটের সুবিধা ৷ ৯০ দিনের জন্য এই অফার বলবৎ থাকবে ৷ অর্থাৎ তিন মাস ধরে বিনা খরচায় আপনি যতখুশি কথা বলতে পারবেন৷ যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷
রিলায়েন্সের জিও ৪জি আসুস, মাইক্রোম্যাক্স, ইউ, টিসিএল, অ্যালকাটেল, কার্বন, জোলোতেও এই সুবিধা মিলবে ৷