জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ সূত্রের খবর, এবার এয়ার এশিয়ার আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ১৫ শতাংশ ছাড় পেতে চলেছে ৭২ মিলিয়ন বা সাত কোটিরও বেশি জিও গ্রাহকরা ৷ এয়ার এশিয়ার মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট কাটবেন তারা পেয়ে যাবেন এই বিশেষ ছাড় ৷ তবে ২০ জুন ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৭ সময়সীমার মধ্যে এয়ার এশিয়ার যে কোনও উড়ানে এই বিশেষ সুবিধা পাবেন শুধুমাত্র জিও গ্রাহকরাই।
advertisement
আগামী ২-৩ দিনের মধ্যেই এই অফার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে এয়ার এশিয়ার তরফে বলে জানা গিয়েছে ৷ এর আগে এই বিষয়ে এয়ার এশিয়া ট্যুইট করলেও পরে তা ডিলিট করে দিয়েছে ৷
মার্কেট অ্যানালিস্টদের মতে, ১৫ এপ্রিল শেষ হয়ে গিয়েছে জিও-র ফ্রি পরিষেবা ৷ এই সময় প্রতিযোগিতার বাজারে গ্রাহক ধরে রাখতে ও অন্যান্য সংস্থার থেকে এগিয়ে থেকে গ্রাহকদের ফারাক বোঝানোর জন্যেই এই স্ট্র্যাটেজি নিয়েছে জিও ।
লঞ্চ করার সময় জিও নিয়ে এক গুচ্ছ অফারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ সঙ্গে আশ্বাসও দিয়েছিলেন যে আগামী দিনেও আরও বেশি আকর্ষণীয় অফার থাকবে গ্রাহকদের জন্যে ৷ নিজের প্রতিশ্রুতি রেখেই একের পর এক চমক নিয়ে এসেছেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ এয়ার এশিয়ার মতো সংস্থার বিমানে পনেরো শতাংশ ছাড় যে জিও গ্রাহকদের খুশি করবে তা বলাই বাহুল্য। আগামী দিনে আর কী সুবিধা নিয়ে আসছে সংস্থা সে দিকেই তাকিয়ে কোটি কোটি জিও গ্রাহক ৷