TRENDING:

এবার PAYTM থেকে কিনতে পারবেন গুগল প্লে-এর রিচার্জ কোড

Last Updated:

এবার গ্রাহকদের সুবিধার্থে নতুন পরিষেবা নিয়ে আসছে পেটিএম ৷ বৃহস্পতিবার পেটিএম প্ল্যাটফর্ম থেকে গুগল প্লে রিচার্জ কার্ড কেনার পরিষেবা শুরু করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশে নোট বাতিলের পর এখন শহরের মানুষের নগদ থেকে ই-ওয়ালেটের উপরই বেশি নির্ভরশীল ৷ রাতারাতি যেন অভ্যাসই বদলে গিয়েছে দেশবাসীর ৷ ই-ওয়ালেট, অনলাইনে টাকা লেনদেনই এখন সব ৷ কারণ আর যে কোনও উপায়ও নেই ৷ খুচরো সমস্যায় বেশ কিছুদিন কাটানোর পর মানুষ এখন পেটিএম, মোবিক্যুইকের মতো ই-ওয়ালেটেই বেশি আস্থা রাখছেন ৷ এবার গ্রাহকদের সুবিধার্থে নতুন পরিষেবা নিয়ে আসছে পেটিএম ৷ বৃহস্পতিবার পেটিএম প্ল্যাটফর্ম থেকে গুগল প্লে রিচার্জ কোড কেনার পরিষেবা শুরু করা হচ্ছে ৷ এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন ৷
advertisement

গ্রাহকরা এবার নিজেদের পেটিএম অ্যাপে গুগল প্লে অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে আপনার পছন্দের মতো টাকা দিয়ে এসএমএস ও ইমেলের মাধ্যমে রিচার্জ কুপন পেতেন পারেন ৷ এই কুপনের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনার গুগল প্লে অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

পেটিএম-এর আধিকারিক জানিয়েছেন,‘আমাদের প্ল্যাটফর্মে কেবল একটি ক্লিকের মাধ্যমে গুগল প্লে রির্চাজ কোড জেনারেট করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে পেড কনটেন্টের মধ্যে অ্যাপ, গেম ও বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে পারবেন গ্রাহকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার PAYTM থেকে কিনতে পারবেন গুগল প্লে-এর রিচার্জ কোড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল