TRENDING:

Nothing Smartphone: সেই চিরাচরিত ট্রান্সপারেন্ট ডিজাইন-সহ বাজারে আসতে চলেছে Nothing Phone 3; জেনে নিন লঞ্চের দিনক্ষণ এবং ফিচার সংক্রান্ত সমস্ত তথ্য 

Last Updated:

Nothing Smartphone: অবশেষে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেল Nothing Phone 3-এর লঞ্চের দিনক্ষণ। Phone 2a এবং Phone 3a সিরিজ থেকে মিডরেঞ্জ অপশনের কয়েক বছর পর Phone 3-র কথা এখন নিশ্চিত ভাবে জানিয়েছে Nothing।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেল Nothing Phone 3-এর লঞ্চের দিনক্ষণ। Phone 2a এবং Phone 3a সিরিজ থেকে মিডরেঞ্জ অপশনের কয়েক বছর পর Phone 3-র কথা এখন নিশ্চিত ভাবে জানিয়েছে Nothing। এতদিন ধরে এর জন্যই Nothing-প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। তবে এখনও রহস্যের মোড়কে যেন আড়াল করে রাখা হয়েছে আসন্ন ফোনটিকে। সারা বিশ্বের সামনে আগামী ১ জুলাই ২০২৫ তারিখে আত্মপ্রকাশ করবে এই ফোন। তখনই জানা যাবে এর দামও।
Nothing Phone 3
Nothing Phone 3
advertisement

আরও পড়ুনঃ বার্লিনের প্রাসাদে গোপনে বিয়ে মহুয়া মৈত্রের! কনের বেনারসির দামটা কত জানেন? চোখ কপালে উঠবে

যদিও এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটে রয়েছে Nothing। তবে কিছু জল্পনা ছড়িয়েছি। আর কিছু তথ্যও ফাঁস হয়েছে। তা থেকেই জানা যাচ্ছে যে, প্রথম বারের জন্য Nothing একটি ফ্ল্যাগশিপ চিপসেটের সঙ্গে আসছে। থাকতে পারে একটি Snapdragon 8 Elite চিপসেট। এতে থাকবে নতুন ক্যামেরা, বড় ব্যাটারি, ভাল ডিসপ্লে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভাবে একটি নতুন ডিজাইন। তবে আগেই প্রকাশিত হয়েছিল যে, Nothing এবার Glyph লাইট বাদ দিচ্ছে।

advertisement

Nothing Phone 3-র দাম ভারতে:

এক্স ব্যবহারকারী @MysteryLupin-র মতে, আমেরিকায় Nothing Phone 3-র দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। এন্ট্রি-লেভেলের মডেলে থাকতে পারে 12GB RAM এবং 256GB স্টোরেজ। আর প্রিমিয়াম ভার্সনের ক্ষেত্রে থাকবে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। যার দাম হতে পারে ৮৯৯ ডলার। এই একই সুর শোনা গিয়েছিল Nothing-এর প্রতিষ্ঠাতা কার্ল পেই-এর কথাতেও। তিনি বলেছিলেন যে, ইউকে-তে দাম হতে চলেছে ৮০০ পাউন্ডের আশপাশে।

advertisement

উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, ভারতে Nothing Phone (2) যখন লঞ্চ হয়েছিল তখন এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৪৯৯৯৯ টাকা। যেহেতু আমেরিকার ক্ষেত্রে দামে ১২.৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে, ফলে মনে করা হচ্ছে যে, ভারতীয় মার্কেটে আসন্ন মডেলের দাম হতে পারে ৬০ হাজার টাকার আশপাশে।

advertisement

Nothing Phone 3 ডিজাইন এবং ডিসপ্লে:

আগের মডেলগুলির মতো Nothing Phone 3-তে সিগনেচার Glyph ইন্টারফেস না-ও থাকতে পারে। অর্থাৎ বদল আনা হচ্ছে Nothing-এর ডিজাইনের ক্ষেত্রে। যদিও ট্রান্সপারেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ একই থাকবে। তবে নোটিফিকেশন এবং কলের জন্য আলো জ্বলে ওঠার যে LED স্ট্রিপস, সেগুলি সরিয়ে দেওয়া হতে পারে। Nothing-এর ডিসপ্লে আপগ্রেড করা হতে পারে। থাকতে পারে একটি ৬.৭৭ ইঞ্চি LTPO AMOLED প্যানেল, যা ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটসের পিক ব্রাইটনেস প্রদান করবে।

advertisement

Nothing Phone 3 ক্যামেরা:

ফটোগ্রাফি করতে যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য দারুণ হতে চলেছে Nothing Phone 3। এই স্মার্টফোনের পিছনে থাকতে চলেছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। যা দুর্দান্ত ছবি তোলার ক্ষেত্রে সাহায্য করবে। আর দুর্দান্ত সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে থাকবে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nothing Smartphone: সেই চিরাচরিত ট্রান্সপারেন্ট ডিজাইন-সহ বাজারে আসতে চলেছে Nothing Phone 3; জেনে নিন লঞ্চের দিনক্ষণ এবং ফিচার সংক্রান্ত সমস্ত তথ্য 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল