TRENDING:

Pro মডেল কেনার প্রয়োজন নেই, Nothing Phone 3a স্মার্টফোনই যথেষ্ট! জেনে নিন এর সমস্ত ফিচার

Last Updated:

এটি অবশ্য Pro মডেল নয় ঠিকই, কিন্তু এর হার্ডওয়্যার এবং সর্বোপরি ডিজাইন কিন্তু একই রকম। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চলতি বছরে দুটি মিড-রেঞ্জ ফোন লঞ্চ করেছে Nothing। এর মধ্যে আমরা ইতিমধ্যেই Phone 3a Pro নিয়ে কথা বলেছি। আসলে এই ফোনে রয়েছে একটি পেরিস্কোপ লেন্স। বর্তমানে রেগুলার Phone 3a মডেলের বিষয়েই আলোচনা করা যাক। এটি অবশ্য Pro মডেল নয় ঠিকই, কিন্তু এর হার্ডওয়্যার এবং সর্বোপরি ডিজাইন কিন্তু একই রকম।

Pro মডেল কেনার প্রয়োজন নেই, Nothing Phone 3a স্মার্টফোনই যথেষ্ট! জেনে নিন এর সমস্ত ফিচার
Pro মডেল কেনার প্রয়োজন নেই, Nothing Phone 3a স্মার্টফোনই যথেষ্ট! জেনে নিন এর সমস্ত ফিচার
advertisement

সিগনেচার Nothing UI এবং ট্রান্সপারেন্ট বডি একই জায়গায় রয়েছে। কিন্তু ২টির বদলে Phone 3a-র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। তবে এর জন্য কিন্তু অতিরিক্ত দাম দিতে হবে না। কিন্তু Pro মডেল নেই বলে কি Phone 3a একেবারেই পাতে দেওয়ার মতো নয়? সেই কারণে আজকের প্রতিবেদনে এই সিরিজের বিশেষত্ব প্রসঙ্গে আলোচনা করে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন: কাটতে হবে না, হাত দিয়েই বুঝে যাবেন তরমুজ মিষ্টি হবে নাকি ফিকে স্বাদের? কেনার দুর্দান্ত ট্রিক শিখে নিন, কোনওদিন ঠকতে হবে না

প্রিমিয়াম হয়েছে Phone 3a:

Phone 3a-তে রয়েছে একটা রিফ্রেশিং টাচ। যা এর সাধারণ প্রিমিয়াম আইডেন্টিটির সঙ্গে ম্যাচ করে। ভিন্ন সেন্সর ব্যবহার করার ফলে এটি Phone 3a Pro-র তুলনায় হালকা। তবে দুটি মডেলের ডাইমেনশন কিন্তু একই রকম দেখতে। আর ফোনের পিছনে প্লাস্টিকের বদলে গ্লাস প্যানেল ব্যবহার করার ফলে দারুণ একটি লুক এসেছে।

advertisement

Phone 2a-র আইপি রেটিং ৫৪ ছিল। কিন্তু Phone 3a মডেলের ক্ষেত্রে তা বেড়ে IP64 হয়েছে। এর জেরে এটি ধুলো এবং জলের ছিটে সহ্য করে নিতে পারবে। এর আগের মডেলের তুলনায় এই মডেলের ট্রিপল ক্যামেরা মডিউল একে ওয়াইডার প্রোফাইল দিয়েছে। ধারগুলিতে রয়েছে এলইডি লাইট।

আরও পড়ুন: ৫ টাকা, ১০ টাকা হোক বা ২০০০…ভাল করে দেখুন নোটের নম্বর! এই ৩ সংখ‍্যা থাকলেই আপনি লাখপতি! কীভাবে বেচবেন? জানুন বিশদে

advertisement

ডিসপ্লে:

Phone 3a আবারও একটি প্রিমিয়াম ডিসপ্লে মডেল ব্যবহার করা হয়েছে। স্ক্রিনের রয়েছে ইউনিফর্ম বেজেলস। আর কালারের কারণে এর সর্বোপরি ব্রাইটনেস যথেষ্ট। আসলে ডিসপ্লে কোয়ালিটিতে কোনও রকম আপোস করতে চায় না Nothing। আর 1B AMOLED প্যানেলের ব্যবহার এর ফলাফল প্রদর্শন করেছে।

১২০ হার্ৎজ ডিসপ্লের ফ্লুইড নেচারও চোখে পড়ার মতো। এই রেঞ্জে Phone 3a যা যা অভিজ্ঞতা প্রদান করবে, তা অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে অনেক বেশি। Nothing এক্ষেত্রে স্ক্রিন প্রোটেক্ট করার জন্য Panda Glass ব্যবহার করেছে। যা অত্যন্ত টেকসই।

advertisement

নতুন ক্যামেরা:

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Phone 3a সিরিজের জন্য ট্রিপল ক্যামেরা বুস্ট করেছে Nothing। দুই মডেলেই মিলবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। কিন্তু 3a-র ক্ষেত্রে মেলে না OIS সাপোর্ট। প্রাইমারি ৫০ মেগাপিক্সেল সেন্সরই সেরা। আর দ্বিতীয় সেন্সরটি রয়েছে ৫০ মেগাপিক্সেলের।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Pro মডেল কেনার প্রয়োজন নেই, Nothing Phone 3a স্মার্টফোনই যথেষ্ট! জেনে নিন এর সমস্ত ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল