সিগনেচার Nothing UI এবং ট্রান্সপারেন্ট বডি একই জায়গায় রয়েছে। কিন্তু ২টির বদলে Phone 3a-র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। তবে এর জন্য কিন্তু অতিরিক্ত দাম দিতে হবে না। কিন্তু Pro মডেল নেই বলে কি Phone 3a একেবারেই পাতে দেওয়ার মতো নয়? সেই কারণে আজকের প্রতিবেদনে এই সিরিজের বিশেষত্ব প্রসঙ্গে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
প্রিমিয়াম হয়েছে Phone 3a:
Phone 3a-তে রয়েছে একটা রিফ্রেশিং টাচ। যা এর সাধারণ প্রিমিয়াম আইডেন্টিটির সঙ্গে ম্যাচ করে। ভিন্ন সেন্সর ব্যবহার করার ফলে এটি Phone 3a Pro-র তুলনায় হালকা। তবে দুটি মডেলের ডাইমেনশন কিন্তু একই রকম দেখতে। আর ফোনের পিছনে প্লাস্টিকের বদলে গ্লাস প্যানেল ব্যবহার করার ফলে দারুণ একটি লুক এসেছে।
Phone 2a-র আইপি রেটিং ৫৪ ছিল। কিন্তু Phone 3a মডেলের ক্ষেত্রে তা বেড়ে IP64 হয়েছে। এর জেরে এটি ধুলো এবং জলের ছিটে সহ্য করে নিতে পারবে। এর আগের মডেলের তুলনায় এই মডেলের ট্রিপল ক্যামেরা মডিউল একে ওয়াইডার প্রোফাইল দিয়েছে। ধারগুলিতে রয়েছে এলইডি লাইট।
ডিসপ্লে:
Phone 3a আবারও একটি প্রিমিয়াম ডিসপ্লে মডেল ব্যবহার করা হয়েছে। স্ক্রিনের রয়েছে ইউনিফর্ম বেজেলস। আর কালারের কারণে এর সর্বোপরি ব্রাইটনেস যথেষ্ট। আসলে ডিসপ্লে কোয়ালিটিতে কোনও রকম আপোস করতে চায় না Nothing। আর 1B AMOLED প্যানেলের ব্যবহার এর ফলাফল প্রদর্শন করেছে।
১২০ হার্ৎজ ডিসপ্লের ফ্লুইড নেচারও চোখে পড়ার মতো। এই রেঞ্জে Phone 3a যা যা অভিজ্ঞতা প্রদান করবে, তা অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে অনেক বেশি। Nothing এক্ষেত্রে স্ক্রিন প্রোটেক্ট করার জন্য Panda Glass ব্যবহার করেছে। যা অত্যন্ত টেকসই।
নতুন ক্যামেরা:
Phone 3a সিরিজের জন্য ট্রিপল ক্যামেরা বুস্ট করেছে Nothing। দুই মডেলেই মিলবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। কিন্তু 3a-র ক্ষেত্রে মেলে না OIS সাপোর্ট। প্রাইমারি ৫০ মেগাপিক্সেল সেন্সরই সেরা। আর দ্বিতীয় সেন্সরটি রয়েছে ৫০ মেগাপিক্সেলের।