TRENDING:

Google: 'ইউটিউব,গুগল কাজ করছে না?' ভারত, যুক্তরাষ্ট্রজুড়ে বড় বিভ্রাটের অভিযোগ, বিপাকে ইউজার-রা

Last Updated:

ভারত ও যুক্তরাষ্ট্রজুড়ে বহু ইউজার-ই সমস্যায় পড়েছেন ইউটিউব, গুগল সার্চ নিয়ে! ফলে আচমকাই গুগল-এ সবাই একটা বিষয় নিয়েই সার্চ করছেন--“ ইউটিউব, গুগল সঠিক কাজ করছে না? কবে পরিষেবা স্বাভাবিক হবে?”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত ও যুক্তরাষ্ট্রজুড়ে বহু ইউজার-ই সমস্যায় পড়েছেন ইউটিউব, গুগল সার্চ নিয়ে! ফলে আচমকাই গুগল-এ সবাই একটা বিষয় নিয়েই সার্চ করছেন– ”ইউটিউব, গুগল সঠিক কাজ করছে না? কবে পরিষেবা স্বাভাবিক হবে?”
YouTube, Google Not Working? Users Across India, US Hit By Major Outage
YouTube, Google Not Working? Users Across India, US Hit By Major Outage
advertisement

বহু ব্যবহারকারীর অভিযোগ, ডাউনলোডের গতি কমেছে, ভিডিও চালাতে সমস্যা হচ্ছে এবং সার্ভার সংযোগে ত্রুটি রয়েছে। ফলে, এটা স্পষ্ট, এটা বিচ্ছিন্ন কোনও সমস্যা নয়, বরং বড় পরিসরের পরিষেবা বিভ্রাট। আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, অভিযোগের সংখ্যা হঠাৎই বেড়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিভ্রাটের কারণ বা পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি পাওয়া যায়নি।

advertisement

কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে?

ব্যবহারকারীদের অভিযোগ, ইউটিউবের ভিডিও লোড হতে অনেক অনেক সময় লাগছে, বারবার বাফারিং হচ্ছে অথবা একেবারেই চালু হচ্ছে না। কেউ কেউ আবার ইউটিউবের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রবেশ করতেই পারছেন না।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, অভিযোগের সংখ্যা খুব দ্রুত বাড়ে। প্রথমে ৩,৫০০টি রিপোর্ট থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ১১,০০০ ছাড়িয়ে যায়। প্ল্যাটফর্মটির মতে, প্রায় ৭৩ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন, ১৮ শতাংশ ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যার মুখে পড়েছেন এবং ৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপ সংক্রান্ত ত্রুটির অভিযোগ করেছেন।

advertisement

এই সমস্যায় কারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার?

ভারতে বিপুল সংখ্যক অভিযোগ সামনে এসেছে। প্রায় ৩,৩০০টি আউটেজ রিপোর্ট নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫৩ শতাংশ ব্যবহারকারী সার্ভার সংযোগজনিত সমস্যার কথা জানিয়েছেন, ৩৪ শতাংশ ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার অভিযোগ করেছেন এবং ১৩ শতাংশ ভিডিও স্ট্রিমিংয়ে বিঘ্নের কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাও সমস্যার মুখে পড়েছেন। তাঁদের অভিযোগ ইউটিউব টিভিতে লাইভ স্ট্রিম লোড হচ্ছে না। পাশাপাশি গুগল সার্চেও সমস্যার অভিযোগ উঠেছে। ইউজারদের দাবি, সার্চ রেজাল্ট ধীরগতিতে আসছে বা একেবারেই দেখা যাচ্ছে না।ৱ

advertisement

কোন কোন পরিষেবা প্রভাবিত হয়েছে?

ইউটিউব ও গুগলের পাশাপাশি গুগল সার্চেও সমস্যা দেখা দিয়েছে। ইউজারদের অভিযোগ, সার্চ রেজাল্ট লোড হতে অসুবিধা হচ্ছে এবং গুগলের মূল পরিষেবাগুলি অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে । ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ইউটিউব, গুগল সার্চ এবং ইউটিউব টিভি— এই তিনটি পরিষেবায় বিপুল অভিযোগ নথিভুক্ত হয়েছে।

গুগল কী বলেছে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

গুগলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করা, এর কারণ বা পরিষেবাগুলি কবে স্বাভাবিক হবে, সে সম্পর্কে গুগল কোনও তথ্য দেয়নি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google: 'ইউটিউব,গুগল কাজ করছে না?' ভারত, যুক্তরাষ্ট্রজুড়ে বড় বিভ্রাটের অভিযোগ, বিপাকে ইউজার-রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল