TRENDING:

Non AC Room: গরমে নাজেহাল? দরকার নেই এসি লাগানোর! ৫০ ডিগ্রি গরমেও ঘর থাকবে ঠান্ডা! জানুন

Last Updated:

Non AC Room: এই বাড়ির নাম কাসা কোবা, যার অর্থ মেহগনি হাউস। আম বাগানের মাঝখানে এই বাড়িটি তৈরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  গরম বাড়ছে পৃথিবী পৃষ্ঠের। দাবদাহ থেকে বাঁচতে মানুষ আরও বেশি করে এয়ার কন্ডিশনার লাগাচ্ছে ঘরে ঘরে। আর তাতে আখেরে ক্ষতিই হচ্ছে প্রকৃতির। আরও বাড়ছে গরম, নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। এবার গরম থেকে বাঁচতে এক বিশেষ ব্যবস্থার কথা ভাবছে কলম্বিয়া। PAE, কলম্বিয়ার একটি স্থাপত্য সংস্থা। এই সংস্থার তরফে স্থপতিরা এমন বাড়ির নকশা করেছেন যা পরিবেশ বান্ধব, আবার আকর্ষণীয়ও।
advertisement

প্রকৃতির কাছাকাছি থাকা আবার আধুনিক প্রয়োজনীয়তা কথা মাথায় রেখে বানান এই নকশা। এই নকশায় খেয়াল রাখা হয়েছে ভাল বায়ুচলাচলের দিকে। যাতে বাড়িতে একটিও এসি লাগানোর প্রয়োজন না হয়। এই পদ্ধতি কলম্বিয়ার ৯১ ডিগ্রি ফারেনহাইট বা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াসের প্রবল গরমেও শীতল রাখবে বাড়িকে। এই বাড়ির নাম কাসা কোবা, যার অর্থ মেহগনি হাউস। আম বাগানের মাঝখানে এই বাড়িটি তৈরি। এ বাড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছে দেশীয় পাথর, দেশীয় কাঠ ও বাঁশ। সব থেকে বড় বিশেষত্ব রয়েছে বাড়ির বায়ু চলাচল পথে। বাড়িতে রাখা হয়েছে অনেক জানালা। এতে একদিকে যেমন হাওয়া চলাচল করবে, তেমন দিনের বেলা আলোর প্রয়োজনই হবে না।

advertisement

আরও পড়ুন:  জন্মদিনের পার্টি থেকে দেড় লক্ষ টাকায় বিক্রি ছয় মাসের শিশু ! পাঁচ ঘণ্টার মধ্যে যা ঘটল!

বাড়িটি এমন ভাবে বানানো, যাতে পাহাড়ের দিক থেকে ঠান্ডা বাতাস আসে এবং দেয়াল সেই ঠান্ডা হাওয়া ধরে রেখে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আসলে কলম্বিয়া আমেরিকার উষ্ণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম। যেখানে ৩২, ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় তাপমাত্রা। আমাদের কাছে এটা তেমন কষ্টের মনে না হলেও শীত প্রধান দেশে এমন তাপমাত্র ভয়ের কারণ।

advertisement

আরও পড়ুন:  বর্ষায় ঘরের আর্দ্রতা থাকবে নিয়ন্ত্রণে! হাঁপানি বা অ্যালার্জির সমস্যাও থাকবে না! কিনুন এই যন্ত্র

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

আসলে গরম থেকে বাঁচতে আমরা ঘরে এসি লাগাই, তাতে ঘর ঠান্ডা হয়। কিন্তু এসি-র কম্প্রেসর ঘরের বাইরে গরম বাতাস ছেড়ে দেয়। ছোট ছোট একটি এয়ার কন্ডিশনারই একত্রে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বাড়াতে পারে। বিশ্ব উষ্ণায়নে এর অবদান কম নয়। আমেরিকাতেও একটি গৃহস্থবাড়ির প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ খরচ হয় শীতাতপ নিয়ন্ত্রণে। বেশিরভাগ এয়ার কন্ডিশনার হাইড্রোফ্লুরো কার্বন গ্যাস নির্গত করে, যা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Non AC Room: গরমে নাজেহাল? দরকার নেই এসি লাগানোর! ৫০ ডিগ্রি গরমেও ঘর থাকবে ঠান্ডা! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল