তবে নোকিয়া ৩৩১০-র পুনরাগমন হচ্ছে নতুন রূপে ৷ ঘোষণা করা হয়েছিল আগেই ৷ এবার আরও রঙিন হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়েছিল ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, চারটি নতুন রঙে ফোনটি পাওয়া যাবে - লাল, হলুদ, ডার্ক ব্লু ও গ্রে ৷
হ্যান্ডসেটির মূল্য ৩,৩১০ টাকা ৷ যেমন শক্তপোক্ত বডি, তেমন ব্যাটারি লাইফ। একবার চার্জ দিলেই চলে যাবে বেশ কয়েক ঘণ্টা ৷ এই সেটটিতে বাড়তি পাওনা বলতে ২ মেগাপিক্সেলের ফ্ল্যাশ ক্যামেরা। বাকি সবই রয়েছে আগের মতো। ফোনটি তে থাকছে সকলের প্রিয় 'Snake' গেমটি ৷ মে মাস নাগাদ ফোনটি ভারতীয় বাজারে মিলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
advertisement
ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চি কালার ডিসপ্লে, মিউজ়িক, এফএম, লাউডস্পিকার, রিংটোন, ৩.৫ MM অডিও জ্যাক, ডুয়াল সিম (GSM), ইন্টারনাল মেমোরি ১৬ MB, এক্সপেন্ডেবল মেমোরি ৩২ GB পর্যন্ত, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ডিজিটাল জ়ুম, রেজ়লিউশন ১৬০০x১২০০, LED ফ্ল্যাশ,১২০০ MH (রিপ্লেসেবল)৷