TRENDING:

Nokia 105 Classic: দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে! Nokia-র নতুন ফোনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন

Last Updated:

এই ফোন দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেই দুটি রঙ হল চারকোল এবং নীল রঙ। ২জি ফিচার ফোনটি গত ২৬ অক্টোবর থেকে ভারতে পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতে নোকিয়া ব্র্যান্ডের ফোন লঞ্চ করার লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি এইচএমডি গ্লোবাল, ভারতে নোকিয়া ব্র্যান্ডের একটি নতুন ফোন লঞ্চ করেছে। ভারতে লঞ্চ করা হল নোকিয়ার একটি নতুন ২জি ফিচার ফোন। এই নতুন ফোনের নাম হল Nokia 105 Classic।
দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে! Nokia-র নতুন ফোনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন
দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে! Nokia-র নতুন ফোনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন
advertisement

এই নতুন ফোনে একটি আলফানিউমেরিক কী-প্যাড রয়েছে। নোকিয়ার এই নতুন ফোন Nokia 105 Classic-এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল একটি অন্তর্নির্মিত UPI অ্যাপ্লিকেশন। এক নজরে দেখে নেওয়া যাক, ভারতে লঞ্চ হওয়া নোকিয়ার এই নতুন ফোন Nokia 105 Classic এর সমস্ত খুঁটিনাটি।

আরও পড়ুন: বাড়ছে কল ফরওয়ার্ডিং স্ক্যামের সংখ্যা! কীভাবে বাঁচবেন জেনে নিন বিস্তারিত

advertisement

Nokia 105 Classic ফোনের মূল্য –

ভারতে Nokia 105 Classic ফোনের প্রারম্ভিক মূল্য ট্যাগ-সহ মাত্র ৯৯৯ টাকা। এই ফোন দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সেই দুটি রঙ হল চারকোল এবং নীল রঙ। ২জি ফিচার ফোনটি গত ২৬ অক্টোবর থেকে ভারতে পাওয়া যাচ্ছে। এর চারটি ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাচ্ছে – সিঙ্গেল সিম ও ডুয়াল সিম এবং যথাক্রমে চার্জার-সহ এবং চার্জার ছাড়া। কোম্পানি এই ফোনের সঙ্গে দিচ্ছে এক বছরের গ্যারান্টিও।

advertisement

Nokia 105 Classic ফোনের ফিচার –

Nokia 105 Classic একটি ergonomic ডিজাইন এবং এটি একটি ৮০০mAh ব্যাটারি দ্বারা সমর্থিত। এই ফোনে রয়েছে ২জি ফিচার। Nokia 105 Classic ফোন একটি বেতার এফএম রেডিও অফার করে।

এটি ব্যবহারকারীদের তাদের প্রিয় স্টেশন শুনতে অনুমতি দেয়। এর জন্য একটি হেডসেটের প্রয়োজন। Nokia 105 Classic ফিচার ফোন দুটি অপশনে আসে- সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম। সংস্থাটির দাবি, Nokia 105 Classic ফোনটি কঠোর পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে, যা এই ফোনকে আরও টেকসই করে তুলেছে। এছাড়াও Nokia 105 Classic ফোনের অন্তর্নির্মিত UPI অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের নিরাপদ থাকতে এবং সুরক্ষিত ভাবে UPI পেমেন্ট করতে সহায়তা করে। এইচএমডি গ্লোবালের ভিপি- ইন্ডিয়া এবং APAC রবি কুনওয়ার জানিয়েছেন যে, “আমরা নতুন Nokia 105 Classic ফোনের সঙ্গে বাজারের শীর্ষস্থানীয় ফিচার ফোনে একটি উত্তেজনাপূর্ণ আপগ্রেড চালু করতে আগ্রহী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও এই ফোনে রয়েছে একটি আড়ম্বরপূর্ণ নতুন নকশা এবংএকই সঙ্গে আগের তুলনায় আরও প্রাসঙ্গিক UPI ফিচার। অন্য দিকে একাধিক ফিচার-সহ Nokia 105 Classic in ফোন ১০০০ টাকার সেগমেন্টের অধীনে রয়েছে। আমরা এই ফোনের মাধ্যমে ডিজিটাল বিভাজন দূর করার চেষ্টা করছি।”

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nokia 105 Classic: দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে! Nokia-র নতুন ফোনের সমস্ত খুঁটিনাটি জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল