আরও পড়ুন- ভোল বদলে আরও আকর্ষণীয় ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, নতুন মোড, সঙ্গে আপডেট
advertisement
আইফোন 13 লঞ্চ হওয়ার পর থেকেই অনেকে মজা করতে শুরু করেছেন। এই নিয়ে মিম-এর ছড়াছড়ি। আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে। 128gb, 256gb ও 512gb ভেরিয়েন্টে। ভারতে আইফোন 13- এর দাম হবে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা। প্রো ম্যাক্স এর দাম হবে এক লাখ ২৯ হাজার ৯০০ টাকা। আইফোন 13 মিনি-র দাম যা ছিল তাই থাকবে। ৮৯ হাজার ৯০০ টাকা। আইফোন 13 লঞ্চ হওয়ার পর থেকেই অনেকে মজা করে গুগল সার্চে গিয়ে লিখছেন, কোন অঙ্গ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে! কেউ আবার পেমেন্ট অপশনে কিডনি রয়েছে কিনা মজা করে জিজ্ঞেস করছেন।
advertisement
Location :
First Published :
September 16, 2021 6:01 PM IST