TRENDING:

Netflix: সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

Last Updated:

Netflix: সূত্রের খবর, দুনিয়ার সব থেকে বড় ভিডিও স্ট্রিমিং (Video Streaming) সংস্থা Netflix ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় ২,০০,০০০ গ্রাহক খুইয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে Netflix অ্যাকাউন্ট। আসলে কর্তৃপক্ষই নিষিদ্ধ (Ban) করে দিতে পারে যে কোনও অ্যাকাউন্ট। সম্প্রতি এমনই ঘোষণা করেছে Netflix। জানা গিয়েছে পাসওয়ার্ড শেয়ারিং ফিচারের অপব্যবহারের জন্যই এই শাস্তি আরোপ করা হতে পারে। সূত্রের খবর, দুনিয়ার সব থেকে বড় ভিডিও স্ট্রিমিং (Video Streaming) সংস্থা Netflix ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় ২,০০,০০০ গ্রাহক খুইয়েছে। এ জন্য দায়ী করা হচ্ছে গ্রাহকদেরই। অভিযোগ তাঁরা তাঁদের লগ-ইন (Log-in)-এর তথ্য পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন।
advertisement

রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এর বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে Netflix ২.৯৯ ডলার জরিমানা করতে পারে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন কর্তৃপক্ষ। সুতরাং যদি কোনও Netflix গ্রাহক এ ভাবে পরিবারের অন্যদের সাহায্য করার চেষ্টা করেন, তা হলে তাঁর অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, এই নির্দেশিকা আপাতত শুধু মাত্র ব্রিটেনের জন্য জারি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: 5G না 4G? ফারাক কোথায়, Speed কেমন এবং কোনটি ভাল? দেখে নিন এক নজরে

তবে শুধু এ টুকুই নয়। আরও বেশ কিছু কারণ থাকতে পারে Netflix অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পিছনে। এক নজরে দেখে নেওয়া যাক, কী কী করে হতে পারে শাস্তি! সে সব থেকে দূরে থাকাই ভাল।

advertisement

১. ঘরের বাইরে কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার

গ্রাহক সংখ্যা (Subscriber) কমে যাওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবেই Netflix পাসওয়ার্ড শেয়ার করা বন্ধ করে দিয়েছে। এমনটা করলে গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। পাশাপাশি দ্বিতীয় অ্যাকাউন্টটিতে জরিমানা করা হতে পারে। বেশ কিছু দেশে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন:  জয়ন্তী নদীর ধারের হোম-স্টে গুলোর ভবিষ্যৎ কী? সংকটে বক্সা-জয়ন্তী পর্যটন শিল্প!

advertisement

২. VPN ব্যবহার করা যায় না

Netflix-এ এমন কিছু কনটেন্ট থাকে যা কোন নির্দিষ্ট দেশে দেখান যায় না। VPN ব্যবহার করে অনেকেই এক দেশে নিষিদ্ধ ঘোষিত অন্য দেশের কনটেন্ট দেখতে থাকেন। ফলে বছরের পর বছর যাঁরা VPN-এ নেটফ্লিক্স দেখছেন তাঁদের অ্যাকাউন্টেও নামতে পারে নিষেধাজ্ঞার খাঁড়া।

৩. কপি করা যায় না

advertisement

Netflix-এর নীতি অনুযায়ী কোনও কনটেন্টের প্রতিলিপি (Copy) তৈরি করা যায় না। অর্থাৎ, আর্কাইভ করে রাখা, তা বদলে নেওয়া, ছড়িয়ে দেওয়া, তা থেকে কোনও ব্যবসা করা নিষিদ্ধ। এই আইন ভাঙলেও Netflix তার গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Netflix: সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল