রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এর বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে Netflix ২.৯৯ ডলার জরিমানা করতে পারে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন কর্তৃপক্ষ। সুতরাং যদি কোনও Netflix গ্রাহক এ ভাবে পরিবারের অন্যদের সাহায্য করার চেষ্টা করেন, তা হলে তাঁর অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, এই নির্দেশিকা আপাতত শুধু মাত্র ব্রিটেনের জন্য জারি হচ্ছে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: 5G না 4G? ফারাক কোথায়, Speed কেমন এবং কোনটি ভাল? দেখে নিন এক নজরে
তবে শুধু এ টুকুই নয়। আরও বেশ কিছু কারণ থাকতে পারে Netflix অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পিছনে। এক নজরে দেখে নেওয়া যাক, কী কী করে হতে পারে শাস্তি! সে সব থেকে দূরে থাকাই ভাল।
১. ঘরের বাইরে কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার
গ্রাহক সংখ্যা (Subscriber) কমে যাওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবেই Netflix পাসওয়ার্ড শেয়ার করা বন্ধ করে দিয়েছে। এমনটা করলে গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। পাশাপাশি দ্বিতীয় অ্যাকাউন্টটিতে জরিমানা করা হতে পারে। বেশ কিছু দেশে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: জয়ন্তী নদীর ধারের হোম-স্টে গুলোর ভবিষ্যৎ কী? সংকটে বক্সা-জয়ন্তী পর্যটন শিল্প!
২. VPN ব্যবহার করা যায় না
Netflix-এ এমন কিছু কনটেন্ট থাকে যা কোন নির্দিষ্ট দেশে দেখান যায় না। VPN ব্যবহার করে অনেকেই এক দেশে নিষিদ্ধ ঘোষিত অন্য দেশের কনটেন্ট দেখতে থাকেন। ফলে বছরের পর বছর যাঁরা VPN-এ নেটফ্লিক্স দেখছেন তাঁদের অ্যাকাউন্টেও নামতে পারে নিষেধাজ্ঞার খাঁড়া।
৩. কপি করা যায় না
Netflix-এর নীতি অনুযায়ী কোনও কনটেন্টের প্রতিলিপি (Copy) তৈরি করা যায় না। অর্থাৎ, আর্কাইভ করে রাখা, তা বদলে নেওয়া, ছড়িয়ে দেওয়া, তা থেকে কোনও ব্যবসা করা নিষিদ্ধ। এই আইন ভাঙলেও Netflix তার গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।