নেহা একজন জনপ্রিয় গায়িকা সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর গাওয়া পপ রিমিক্স সব সময়েই এক নম্বরে থাকে। তা ছাড়া বিভিন্ন রিয়েলিটি শোয়ে নেহা বিচারকের স্থান নিয়ে জাঁকিয়ে বসে থাকেন। কথায় কথায় কেঁদে ভাসিয়ে দেন। আর সেই নিয়ে নেটিজেনরা হাজার হাজার মিম বানিয়ে ফেলেন। অর্থাৎ নেহা কক্কর খবরে থাকতে জানেন। এই যেমন কিছু দিন আগেই তাঁর আর আদিত্য নারায়ণের (Aditya Narayuan) বিয়ের খবর ছড়িয়েছিল। এ বার নেহার প্রেগনেন্সি নিয়েও একই রকম আগ্রহ তৈরি হল সবার মধ্যে।
advertisement
অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নেহা। কিন্তু আচমকা স্বামীর সঙ্গে তাঁর বেবি বাম্প দেখে চমকে যান অনেকেই। নানা রকমের প্রশ্ন উঠতে থাকে সবার মনে। আসলে এটা ছিল নেহার একটা পাবলিসিটি স্টান্ট। স্বামীর সঙ্গে নেহার বেবি বাম্প সমেত ছবি ইন্সটাগ্রামে দেওয়া মাত্র সেটা ভাইরাল হয়ে যায়। নেহার ভক্তরা দম্পতিকে অভিনন্দন জানালেও, মুহূর্তের মধ্যে তৈরি হয় মিম আর গ্যাগ। অক্টোবরের শেষে বিয়ে করে কী ভাবে এত দ্রুত গর্ভবতী হয়ে পড়লেন নেহা, সেই নিয়ে নানা জোক ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
পরে নেহাই খোলসা করে জানান যে এটা আসলে তাঁর একটি গান খয়াল রাখিয়া কর-এর প্রচারের জন্য করা হয়েছে। আজ ২২ ডিসেম্বর গানটি মুক্তি পাবে নেটদুনিয়ায়।
তবে নেহা যতই প্রচারমূলক কৌশলের অস্ত্র ব্যবহার করুন না কেন, ভারতীয়দের আগ্রহ যে তাঁকে নিয়ে অনেক বেশি সেটা বোঝাই যাচ্ছে!