বিজ্ঞানীরা বিস্তারিত তথ্য প্রকাশ করে বলেছেন, এই তরঙ্গ পৃথিবীর দিকে ধেয়ে এসেছে আলোর গতিতে৷ বলা হচ্ছে, ব্রহ্মাণ্ডের মধ্যে এটিই সর্বোচ্চ শক্তির এক বিস্ফোরণ৷ বিজ্ঞানীরা বলেছেন, সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনাগুলির মধ্যে এটি একটি৷ সেই কারণেই আরও চিন্তা বাড়ছে এই ঘটনা নিয়ে৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কাদের প্রার্থী করা হবে? সাংগঠনিক বৈঠকে 'গুণাগুণ' নিয়ে নির্দেশ বনসলের
advertisement
আরও পড়ুন: বউবাজারে ক্ষতিপূরণের ফর্ম বিলি, ফর্ম জমার ১৫-৩০ দিনের মধ্যে মিলবে ক্ষতিপূরণ
বিজ্ঞানীরা বলেছেন, সারা পৃথিবীর বিভিন্ন ডিটেক্টরে এই আলোর গতিতে ধেয়ে আসা তরঙ্গ ধরা পড়েছে৷ এই তরঙ্গের গতি ছিল সর্বোচ্চ৷ ডিটেক্টর নাসার ফেরমি গামা-রে স্পেস টেলিস্কোপে এই তরঙ্গ ধরা পড়েছে৷ মহাকাশ যানেও ধরা পড়েছে যে শক্তি তরঙ্গ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে৷ বিজ্ঞানীরা এই তরঙ্গ ধরতেও পেরেছেন৷
এই ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে জিআরবি ২২১০০৯-এ তারকাপুঞ্জ সিগাটা থেকে এই তরঙ্গ এসেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা বলেছেন, এটি ১.৯ বিলিয়ন বছর দূরে পৃথিবীতে এসে পৌঁছেছে৷