TRENDING:

OnePlus-এর এই নতুন AI টুলের মাধ্যমে তৈরি করা যাবে মিউজিক ভিডিও, বিশদে জেনে নিন

Last Updated:

OnePlus-এর এই নতুন AI টুলের মাধ্যমে ইউজাররা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
OnePlus: চিনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি জনপ্রিয় OnePlus তার এআই মিউজিক স্টুডিও চালু করেছে, যা ব্যবহারকারীদের তাঁদের নিজস্ব গান ‘মিনিটের মধ্যে’ তৈরি করতে দেয়। OnePlus-এর এই নতুন AI টুলের মাধ্যমে মিনিটের মধ্যে তৈরি করা যাবে মিউজিক ভিডিও।
advertisement

OnePlus-এর তরফে ১৭ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “আমাদের নতুন সৃষ্টি – The OnePlus AI মিউজিক স্টুডিও। যেখানে ইউজারদের মনের মতো বাদ্যযন্ত্রের সুর তৈরি করা যাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে৷ ইউজারদের শুধু গানের কথা তৈরি করতে হবে এবং এআই-জেনারেটেড বিটগুলির সঙ্গে নির্বিঘ্নে মিক্সড করতে হবে। এর ফলে একটি চিত্তাকর্ষক মিউজিক ভিডিও তৈরি হয়ে যাবে। যার মাধ্যমে ইউজাররা উপলব্ধি করতে পারবেন নিজেদের মনের মতো সৃষ্টি।”

advertisement

আরও পড়ুন: ChatGPT-র স্রষ্টা অল্টম্যানকে কেন ছাঁটাই করল ওপেনএআই? আসল কারণ জানলে চমকে যাবেন

OnePlus কোম্পানি জানিয়েছে যে, “বিশ্বের সঙ্গে নিজেদের তৈরি মিউজিকের মাস্টারপিস শেয়ার করা, ডাউনলোড করা এবং সোশ্যাল মিডিয়া স্টেজকে নিজেদের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা আরও সহজ হয়ে উঠবে।” অর্থাৎ OnePlus-এর এই নতুন AI টুলের মাধ্যমে ইউজাররা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন।

advertisement

OnePlus-এর মিউজিক স্টুডিও: ভারতীয় এবং অ-ভারতীয় উভয় ব্যবহারকারীর জন্য এটি উপলব্ধ। এআই টুলের ব্যবহার সাইন আপ করে শুরু করতে হবে, যা ই-মেল ঠিকানা ব্যবহার করে করতে হবে। একবার প্ল্যাটফর্মে উপস্থিত হলে, ইউজাররা নিজেদের পছন্দের মিউজিক ভিডিওর ধরন এবং ‘mood’ বেছে নিতে পারবেন।

সব থেকে বড় কথা, এটি ব্যবহার করার জন্য OnePlus ডিভাইসের মালিক হওয়ার প্রয়োজন নেই। এক নজরে দেখে নেওয়া যাক মিউজিক ভিডিও তৈরি করার উপায় –

advertisement

১) এর জন্য প্রথমেই ‘Create Music’-এ ক্লিক করতে হবে এবং নিজেদের পছন্দের ধারা বেছে নিতে হবে। এর মধ্যে রয়েছে – rap, hip-hop, EDM; pop, mood (happy, energetic, romantic, sad) এবং theme।

২) এরপর ‘Proceed Provide’ অপশনে ক্লিক করতে হবে AI-এর প্রম্পট অনুসারে নিজেদের লিরিক্স তৈরি করার জন্য।

৩) এরপর ইউজাররা পরবর্তী ২-৩ মিনিটের মধ্যে সেই গানের কথা পেয়ে যাবেন।

advertisement

৪) এরপর ভিডিও সহ নিজেদের সঙ্গীত তৈরি করতে হবে।

৫) ইউজাররা চাইলে সেই ভিডিওটি ডাউনলোড করতে পারেন অথবা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে শেয়ার করতে পারেন৷

আরও পড়ুন: Redmi Note 13R Pro ভারতে আসবে কোন নামে? দেখে নিন খুঁটিনাটি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিযোগিতা:  এটিকে জনপ্রিয় করার জন্য OnePlus ভারত, ইউরোপ এবং উত্তর আমেরিকার ব্যবহারকারীদের জন্য একটি প্রতিযোগিতার ঘোষণা করেছে। এখন প্রতিটি অঞ্চল থেকে ১০০টি এন্ট্রি অনুমোদিত হবে এবং একজন ব্যক্তি একাধিক এন্ট্রি পাঠাতে পারেন। একজন ব্যক্তি একটি পুরস্কারের জন্যই যোগ্য হবেন। এই এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা ১৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus-এর এই নতুন AI টুলের মাধ্যমে তৈরি করা যাবে মিউজিক ভিডিও, বিশদে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল