TRENDING:

Mukesh Ambani WAVES 2025: বাস্তব ও কল্পনার মধ্যে থাকা সমস্ত ব্যবধান ভেঙে দিচ্ছে AI, WAVES Summit 2025-এ জানালেন মুকেশ আম্বানি

Last Updated:

Mukesh Ambani WAVES 2025: রিলায়ান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি AI-এর ভূয়ষী প্রশংসা করেছেন৷ তিনি বলেছেন, সাইলেন্ট যুগের ক্যামেরার চেয়ে শতগুণ ভাল কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রিলায়ান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (AI) এখন বিনোদন জগতকে এমন এক দিকের দিকে নিয়ে যাচ্ছে, যা বাস্তব ও কল্পনার মাঝে থাকা প্রাচীরকে ভেঙে দিচ্ছে।
বাস্তব ও কল্পনার মধ্যে থাকা সমস্ত ব্যবধান ভেঙে দিচ্ছে AI, WAVES Summit 2025-এ জানালেন মুকেশ আম্বানি
বাস্তব ও কল্পনার মধ্যে থাকা সমস্ত ব্যবধান ভেঙে দিচ্ছে AI, WAVES Summit 2025-এ জানালেন মুকেশ আম্বানি
advertisement

বর্তমান যুগে প্রায় সবকিছুতেই AI-এর ব্যবহার খুব সাধারণ হয়ে উঠেছে৷ কয়েক ঘণ্টার কাজ এখন এআই-এর মাধ্যমে হয়ে যাচ্ছে দ্রুত৷ সেই কথাই টেনে এনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান৷ বৃহস্পতিবার Jio ওয়ার্ল্ড সেন্টার-এ অনুষ্ঠিত World Audio Visual Entertainment Summit (WAVES) 2025-এর সূচনা ভাষণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, “সাইলেন্ট ফিল্ম যুগে ক্যামেরা যেটা করেছিল, AI তার থেকে ১০০ গুণ বেশি বিপ্লব আনছে বিনোদন জগতে।”

advertisement

আরও পড়ুন: ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 60 Pro! জেনে নিন দাম

তিনি আরও বলেন, AI এমনভাবে কনটেন্ট তৈরি করতে পারছে, যা দর্শকদের হাজার গুণ বেশি মোহিত করতে সক্ষম। এখন আর যে বিষয়গুলি অবাস্তব বলে মনে হত, এআই-এর সৌজন্যে সেগুলিই মনে হচ্ছে প্রবলভাবে বাস্তব৷ তিনি মনে করেন, প্রযুক্তির এই অগ্রগতিই ভবিষ্যতের মিডিয়া ও বিনোদনের অভ্যন্তরীণ চেহারা বদলে দেবে।

advertisement

চার দিন ধরে চলেছে WAVES এর এই বিশেষ সামিট৷ সেখানে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের বহু মিডিয়া ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। প্রসঙ্গত ২০২৪ সালে ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পের আয় ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। এই শিল্পে আরও প্রবৃদ্ধির পথ খুঁজতে এই সম্মেলন একটি বড় মঞ্চ তৈরি করেছে।

আরও পড়ুন: ৫ মে থেকেই একাধিক ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ! আপনার ফোনও কি এই তালিকায় ? দেখে নিন

advertisement

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সম্পর্কে বলতে গিয়ে মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, “মুম্বই ভারতের বিনোদন কেন্দ্র, এবং খুব শীঘ্রই ভারত হবে বিশ্বের বিনোদনের রাজধানী।” তিনি WAVES সামিটকে একটি ‘ঐতিহাসিক সূচনা’ বলে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন, এই সামিট ভবিষ্যতে একটি বৈশ্বিক সাংস্কৃতিক মঞ্চ হয়ে উঠবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্কৃতি ও শিল্পকলার একত্রীকরণ ক্ষমতার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “এশিয়া হবে মিডিয়া রেনেসাঁর কেন্দ্র।”

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mukesh Ambani WAVES 2025: বাস্তব ও কল্পনার মধ্যে থাকা সমস্ত ব্যবধান ভেঙে দিচ্ছে AI, WAVES Summit 2025-এ জানালেন মুকেশ আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল