WhatsApp Stop Working: ৫ মে থেকেই একাধিক ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ! আপনার ফোনও কি এই তালিকায় ? দেখে নিন

Last Updated:
WhatsApp Stop Working: যে সব iPhone-এ iOS 12 ভার্সন চলছে, তাতে এখনও WhatsApp কাজ করছে। কিন্তু চলতি বছরের মে মাসের পরে আর এই সুবিধা পাওয়া যাবে না।
1/9
ঘটনা যে নতুন, তা কিন্তু বলা যাবে না। আকছার এমন খবর সামনে আসে। মডেল পুরনো হয়ে গেলে বা সঠিকভাবে বললে পুরনো হার্ডওয়্যারের ফোনে অনেক অ্যাপেরই নতুন ভার্সন কাজ করতে চায় না। এর মধ্যে সবথেকে বেশি সমস্যা দেখা দেয় WhatsApp নিয়ে। এবার যেমন, iPhone ইউজারদের জন্য খারাপ খবর এল।
ঘটনা যে নতুন, তা কিন্তু বলা যাবে না। আকছার এমন খবর সামনে আসে। মডেল পুরনো হয়ে গেলে বা সঠিকভাবে বললে পুরনো হার্ডওয়্যারের ফোনে অনেক অ্যাপেরই নতুন ভার্সন কাজ করতে চায় না। এর মধ্যে সবথেকে বেশি সমস্যা দেখা দেয় WhatsApp নিয়ে। এবার যেমন, iPhone ইউজারদের জন্য খারাপ খবর এল।
advertisement
2/9
সত্যের খাতিরে বলতেই হবে যে Meta মালিকানাধীন সংস্থা খবরটা আগেই জানিয়ে দিয়েছিল, সঠিক ভাবে বললে চলতি বছরের সুরুতেই, একেবারে রাতারাতি কিছু ঘটছে না। তবে ওই, এখন সময় এসে গিয়েছে। খুব বেশি হলে আর এক সপ্তাহ, তার পরেই iPhone-এর বেশ কিছু মডেলে WhatsApp আর কাজ করবে না।
সত্যের খাতিরে বলতেই হবে যে Meta মালিকানাধীন সংস্থা খবরটা আগেই জানিয়ে দিয়েছিল, সঠিক ভাবে বললে চলতি বছরের সুরুতেই, একেবারে রাতারাতি কিছু ঘটছে না। তবে ওই, এখন সময় এসে গিয়েছে। খুব বেশি হলে আর এক সপ্তাহ, তার পরেই iPhone-এর বেশ কিছু মডেলে WhatsApp আর কাজ করবে না।
advertisement
3/9
আগেই বলা হয়েছে যে কারণটা পুরনো হার্ডওয়্যার নিয়ে। WhatsApp প্রতিনিয়ত নতুন নতুন আপডেট যেমন নিয়ে আসে, তেমনই তার ভার্সনও বদলাতে থাকে। নতুন ভার্সন পুরনো হার্ডওয়্যারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক।
আগেই বলা হয়েছে যে কারণটা পুরনো হার্ডওয়্যার নিয়ে। WhatsApp প্রতিনিয়ত নতুন নতুন আপডেট যেমন নিয়ে আসে, তেমনই তার ভার্সনও বদলাতে থাকে। নতুন ভার্সন পুরনো হার্ডওয়্যারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক।
advertisement
4/9
এক্ষেত্রে ইউজারদের হাতে কেবল একটাই উপায় থাকে- নতুন ভার্সনে নিজেদের অ্যাপ আপডেট করে নেওয়া। কিন্তু, এবার তাতেও পুরোপুরি কাজ হবে না। কেন না, Apple-ও সেই সব পুরনো iOS ভার্সনগুলো সাপোর্ট করবে না। তাতে ইউজার পড়বেন নিরাপত্তার ঝুঁকিতে।
এক্ষেত্রে ইউজারদের হাতে কেবল একটাই উপায় থাকে- নতুন ভার্সনে নিজেদের অ্যাপ আপডেট করে নেওয়া। কিন্তু, এবার তাতেও পুরোপুরি কাজ হবে না। কেন না, Apple-ও সেই সব পুরনো iOS ভার্সনগুলো সাপোর্ট করবে না। তাতে ইউজার পড়বেন নিরাপত্তার ঝুঁকিতে।
advertisement
5/9
জানা গিয়েছে যে সমস্যাটা হবে WhatsApp-এর iOS 15.1 ভার্সন নিয়ে। iOS 15 ভার্সন ইতিমধ্যেই তিন প্রজন্ম পুরনো হয়ে গিয়েছে। তার পক্ষে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা কষ্টসাধ্য তো বটেই!
জানা গিয়েছে যে সমস্যাটা হবে WhatsApp-এর iOS 15.1 ভার্সন নিয়ে। iOS 15 ভার্সন ইতিমধ্যেই তিন প্রজন্ম পুরনো হয়ে গিয়েছে। তার পক্ষে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা কষ্টসাধ্য তো বটেই!
advertisement
6/9
এই জায়গায় এসে বলে রাখা উচিত, যে সব iPhone-এ  iOS 12 ভার্সন চলছে, তাতে এখনও WhatsApp কাজ করছে। কিন্তু চলতি বছরের মে মাসের পরে আর এই সুবিধা পাওয়া যাবে না।
এই জায়গায় এসে বলে রাখা উচিত, যে সব iPhone-এ iOS 12 ভার্সন চলছে, তাতে এখনও WhatsApp কাজ করছে। কিন্তু চলতি বছরের মে মাসের পরে আর এই সুবিধা পাওয়া যাবে না।
advertisement
7/9
অতএব, ইউজারদের আপগ্রেড করতে হবে iOS 15.1-এর পরের ভার্সনে। iPhone 13 বা iPhone 14-এ চলে যাওয়াই উচিত হবে। অন্য দিকে, iPhone 5s, iPhone 6 অথবা iPhone 6 Plus মডেলে WhatsApp রান করানো নিয়ে সমস্যা হবে।
অতএব, ইউজারদের আপগ্রেড করতে হবে iOS 15.1-এর পরের ভার্সনে। iPhone 13 বা iPhone 14-এ চলে যাওয়াই উচিত হবে। অন্য দিকে, iPhone 5s, iPhone 6 অথবা iPhone 6 Plus মডেলে WhatsApp রান করানো নিয়ে সমস্যা হবে।
advertisement
8/9
আসলে, পুরনো ভার্সনের জন্য সাপোর্ট বন্ধ করে, WhatsApp নিজেকে অপ্টিমাইজ করতে পারে এবং এমন কিছু ফিচার চালু করতে পারে যা পুরনো অপারেটিং সিস্টেমের পক্ষে সামঞ্জস্যপূর্ণ হবে না।
আসলে, পুরনো ভার্সনের জন্য সাপোর্ট বন্ধ করে, WhatsApp নিজেকে অপ্টিমাইজ করতে পারে এবং এমন কিছু ফিচার চালু করতে পারে যা পুরনো অপারেটিং সিস্টেমের পক্ষে সামঞ্জস্যপূর্ণ হবে না।
advertisement
9/9
ভাবতেই পারেন অনেকে, এবার একগাদা টাকা খরচ করতে হবে। রাতারাতি ফোন পালটাতে বললে তো সেটাই হওয়ার কথা। তবে, নানা ই-কমার্স সাইটে iPhone-এর নানা প্রায় সাম্প্রতিক মডেলে ছাড় দেওয়া হয়ে থাকে, সঙ্গে এক্সচেঞ্জ অফারও থাকবে, সব মিলিয়ে খরচ খুব বেশি হবে না। যেটুকু হবে, তা নিজের নিরাপত্তা সুরক্ষিত রাখতে করতে হবে বইকি!
ভাবতেই পারেন অনেকে, এবার একগাদা টাকা খরচ করতে হবে। রাতারাতি ফোন পালটাতে বললে তো সেটাই হওয়ার কথা। তবে, নানা ই-কমার্স সাইটে iPhone-এর নানা প্রায় সাম্প্রতিক মডেলে ছাড় দেওয়া হয়ে থাকে, সঙ্গে এক্সচেঞ্জ অফারও থাকবে, সব মিলিয়ে খরচ খুব বেশি হবে না। যেটুকু হবে, তা নিজের নিরাপত্তা সুরক্ষিত রাখতে করতে হবে বইকি!
advertisement
advertisement
advertisement