TRENDING:

Smartphone Launch: ভারতের বাজারে লঞ্চ হল Motorola Moto G35 স্মার্টফোন, দাম ৯,৯৯৯ টাকা, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে দেখুন

Last Updated:

Smartphone Launch: Moto G35-এ দেওয়া হয়েছে 4K ভিডিও রেকর্ডিং, 120 Hz রিফ্রেশ রেট সহ 1000 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে, ভেগান লেদার ডিজাইন, ডুয়াল স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমস, স্মার্ট ওয়াটার টাচ প্রযুক্তি এবং আরও অনেক কিছু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ভারতের বাজারে Moto G35 লঞ্চ করল Motorola। দাম একদম সাধ্যের মধ্যে। কিন্তু ফিচার চমকে দেওয়ার মতো। অনেকেই বলছেন, এত কম দামে এই সব ফিচার পাওয়াটা স্বপ্নের মতো। কত দাম? কী কী ফিচার রয়েছে? দেখে নেওয়া যাক।
Motorola Moto G35 স্মার্টফোন
Motorola Moto G35 স্মার্টফোন
advertisement

Moto G35-এ দেওয়া হয়েছে 4K ভিডিও রেকর্ডিং, 120 Hz রিফ্রেশ রেট সহ 1000 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে, ভেগান লেদার ডিজাইন, ডুয়াল স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমস, স্মার্ট ওয়াটার টাচ প্রযুক্তি এবং আরও অনেক কিছু।

আরও পড়ুনঃ ২০২৪-এ কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছেন ইউজাররা, ‘টপ ১০’ তালিকা প্রকাশ করল গুগল

advertisement

দাম এবং বিক্রির দিনক্ষণ: ভারতে Moto G35-এর দাম ৯,৯৯৯ টাকা। ১৬ ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এছাড়া রিটেল স্টোর এবং Motorola-এর ওয়েবসাইট থেকে অনলাইনেও কিনতে পারবেন গ্রাহক।

স্পেসিফিকেশন এবং ফিচার: Moto G35-এ 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। চারপাশটা মিনিমাল বেজেল দিয়ে তৈরি। নীচে চওড়া চিন এবং পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইন রয়েছে। 120Hz ফুল HD+, যা 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

advertisement

প্যানেলে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রটেকশন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। মোটোরোলা জানিয়েছে, ইউজাররা ভেজা হাতেও ভেজা হাতেও Moto G35 স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। বাজেট ফোনের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার।

ফোনের ব্যাক সাইডে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। Motorola দাবি করেছে, ইউজাররা এতে 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। বাজেট ফোনে যা বিরল।

advertisement

ফোনের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসের ভিতরে রয়েছে ইউনিসক T760 চিপসেট। ইউজাররা এক বছরের অ্যান্ড্রয়েড OS আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবেন বলে জানিয়েছে Motorola। বর্তমানে Android 14 OS-এ চলছে এই স্মার্টফোন।

আরও পড়ুনঃ ডায়াবেটিসের যম বাড়ির বাগানের এই ফল! পালাবার পথ খুঁজে পাবেনা ব্লাড সুগার, জেনে নিন বিশেষজ্ঞের মত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ফোনে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি সম্ভবত ফোনের সঙ্গে চার্জারও দেবে। তবে বিষয়টা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। Moto G35 স্মার্ট ফোনে IP52 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, জলের ছিটে লাগলে ফোনের কোনও ক্ষতি হবে না। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সব মিলিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের স্মার্টফোন পেতে চলেছেন ফোনপ্রেমীরা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone Launch: ভারতের বাজারে লঞ্চ হল Motorola Moto G35 স্মার্টফোন, দাম ৯,৯৯৯ টাকা, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল