TRENDING:

Motorola: বিশ্বের সব থেকে Slim ফোন নিয়ে আসছে Motorola, ভারতে লঞ্চ করবে ১২ মে

Last Updated:

Motorola Edge 30 5G ফোনের ঘনত্ব (Thickness) হল ৬.৭৯ মিলিমিটার। এ দিকে iPhone SE-র ঘনত্ব ৭.৩ মিলিমিটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা Motorola ঘোষণা করেছে ভারতে তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন Motorola Edge 30 5G। জানা গিয়েছে, এ দেশে আগামী ১২ মে লঞ্চ করা হবে Motorola Edge 30 5G ফোন। Motorola কোম্পানির তরফে জানানো হয়েছে, Motorola Edge 30 5G –ই হল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। ১২ মে দুপুরে অনুষ্ঠিত হতে চলেছে একটি ভার্চুয়াল অনুষ্ঠান। সেখানেই লঞ্চ করা হবে Motorola Edge 30 5G ফোন। ভারতে এই ফোন পাওয়া যাবে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ। এক নজরে দেখে নিন Motorola Edge 30 5G ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
advertisement

Motorola Edge 30 5G ফোনের ফিচার -

Motorola Edge 30 5G ফোনের ঘনত্ব (Thickness) হল ৬.৭৯ মিলিমিটার। এ দিকে iPhone SE-র ঘনত্ব ৭.৩ মিলিমিটার। তার চেয়ে সামান্য বেশি ঘনত্ব Vivo V23 ফোনের, ৭.৫ মিলিমিটার। ফলে বোঝাই যাচ্ছে এ যাবৎকালের Slim ফোনগুলির চেয়েও বেশ খানিকটা এগিয়ে থাকছে Motorola Edge 30 5G তার চিকন শরীরের জন্য। Motorola Edge 30 5G ফোনের ওজন হল ১৫৫ গ্রাম। Motorola কোম্পানির অন্য ফোনের থেকে এটি অনেকটাই হালকা। সংস্থার আগের প্রজন্মের Edge 20 ফোনের ওজন ১৬৩ গ্রাম এবং Edge 30 Pro ফোনের ওজন ১৯৬ গ্রাম। Motorola Edge 30 5G ফোনে রয়েছে পিল শেপড রিয়ার ক্যামেরা মডিউল।

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বাড়ি থেকে না বেরোনোর বার্তা আবহাওয়া দফতরের! প্রভাব কলকাতাতেও

মোটোরোলার নতুন এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস এসওসি (Qualcomm Snapdragon 778G+ SoC)। এটির বুস্টেড ভার্সন হল স্ন্যাপড্রাগন ৭৭৮জি। রয়েছে দু’টি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মধ্যে একটিতে রয়েছে OIS এবং অন্যটিতে রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। Motorola Edge 30 5G ফোনের সামনে রয়েছে হোল পাঞ্চ ডিসপ্লে।

advertisement

১৪৪ Hz ১০ বিট পিওলেড (144Hz 10-bit pOLED) ডিসপ্লে। এই pOLED ডিসপ্লে রয়েছে Moto G52 ফোনে যা গত মাসেই ভারতে লঞ্চ করা হয়েছে। Motorola Edge 30 5G ফোন পাওয়া যাবে গাঢ় রঙে। থাকবে করনিং গরিলা গ্লাস প্রোটেকশন। উন্নত ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই স্মার্টফোনের সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যাবে ফ্লিপকার্টের (FlipKart) পেজে। ১২ মে ভারতে Motorola Edge 30 5G ফোন লঞ্চ করার পরেই এর সম্পূর্ণ ফিচার সম্পর্কে জানা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola: বিশ্বের সব থেকে Slim ফোন নিয়ে আসছে Motorola, ভারতে লঞ্চ করবে ১২ মে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল