TRENDING:

Motorola G13 Price: অবিশ্বাস্য! মাত্র ৬৪৯ টাকা খরচ করলেই পেতে পারেন Motorola G13 হাই-টেক স্মার্টফোন, আজই জানুন কীভাবে

Last Updated:

Motorola G13 Price: হালে স্মার্টফোনের রঙ নিয়েও অনেকে বাছবিচার করেন, সেদিকেও লাজবাব ল্যাভেন্ডার ব্লু আর মনমাতানো ম্যাট চারকোলের শেড ক্রেতার হাতে তুলে দিচ্ছে সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Motorolar-র G সিরিজের স্মার্টফোন বলে কথা, তা খারাপ হবে এমন কথা কেউ বুক ঠুকে বলার সাহস পাবে না। আর যদি সন্দেহ থাকেই, তাহলে একবার Motorola G13-র ফিচারের দিকে চোখ রাখা যাক, ডিসকাউন্টের কথা পরে হবে। হেলিও জি৮৫ প্রসেসর, ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে মুখের কথা নয়। হালে স্মার্টফোনের রঙ নিয়েও অনেকে বাছবিচার করেন, সেদিকেও লাজবাব ল্যাভেন্ডার ব্লু আর মনমাতানো ম্যাট চারকোলের শেড ক্রেতার হাতে তুলে দিচ্ছে সংস্থা। ৫০ এমপি+২ এমপি+ ২ এমপি- ট্রিপল ক্যামেরা সেটআপও পছন্দ না হওয়ার কথা নয়, সামনের ক্যামেরা ৮ এমপি। ১২৮ জিবি রমও আছে, যা ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই এত কিছু যদি স্রেফ ৬৪৯ টাকায় পাওয়া যায়, তাহলে কি ব্যাপারটা বেশ জমকালো নয়?
Motorola G13-র ফিচারগুলি
Motorola G13-র ফিচারগুলি
advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুর্শিদাবাদে ১৭৫টি আসনে ফের নির্বাচন! ভোটারদের লাইন চোখে পড়ার মতো

অনেকে বলতেই পারেন, যে ফোনের আসল দাম ১৩৯৯৯ টাকা, সেটা ৬৪৯ টাকায় কীভাবে নেমে আসে? সেই হিসেবেই এবার আসা যাক। এই ডিল পাওয়া যাবে ফ্লিপকার্টে। জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্ম যে স্মার্টফোনের ওপরে প্রায় সব সময়েই অবিশ্বাস্য সব ছাড় দিয়ে চলেছে, সে কি আর বলে দিতে হয়! এই ক্ষেত্রেও ব্যাপার হয়েছে তাই! প্রাথমিক ভাবে ফোনে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ৪০০০ টাকার ছাড়। এর সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার। এক্ষেত্রে ফ্লিপকার্ট ছাড় দিচ্ছে ৮৮৫০ টাকা পর্যন্ত। শর্ত একটাই- যে ফোনটা এক্সচেঞ্জ করা হচ্ছে, সেটা চালু থাকতে হবে এবং বডিতে স্ক্র্যাচ থাকা চলবে না। এখানেই শেষ নয়, তৃতীয় ধাপেও আরেকটা ডিসকাউন্ট রয়েছে। কেউ যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: বাইকে পেট্রল ভরে চালাতে গিয়েই বিপত্তি, পাম্পে এ কী ঘটছে! বড় অভিযোগে সরব যুবকদল

এবার তাহলে হিসেবের অঙ্কে আসা যাক। ৪০০০ টাকার প্রাথমিক ছাড়ের পরে ফোনের দাম দাঁড়াচ্ছে ৯৯৯৯ টাকা, এর ওপরেই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। অতএব, এই ক্যাশব্যাকের পরিমাণ দাঁড়ায় ৪৯৯.৯৫ টাকা, না হয় ৫০০ টাকাই ধরা যাক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এবার কেউ যদি এর সঙ্গে ৮৮৫০ টাকা এক্সচেঞ্জ অফারের পুরোটাই পান, তিনি সব মিলিয়ে বাঁচাতে পারছেন ৯৩৫০ টাকা। তাহলে শেষ পর্যন্ত ফোনের দাম কত টাকায় এসে ঠেকল? ৬৪৯ টাকা, তাই না?

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola G13 Price: অবিশ্বাস্য! মাত্র ৬৪৯ টাকা খরচ করলেই পেতে পারেন Motorola G13 হাই-টেক স্মার্টফোন, আজই জানুন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল