আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুর্শিদাবাদে ১৭৫টি আসনে ফের নির্বাচন! ভোটারদের লাইন চোখে পড়ার মতো
অনেকে বলতেই পারেন, যে ফোনের আসল দাম ১৩৯৯৯ টাকা, সেটা ৬৪৯ টাকায় কীভাবে নেমে আসে? সেই হিসেবেই এবার আসা যাক। এই ডিল পাওয়া যাবে ফ্লিপকার্টে। জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্ম যে স্মার্টফোনের ওপরে প্রায় সব সময়েই অবিশ্বাস্য সব ছাড় দিয়ে চলেছে, সে কি আর বলে দিতে হয়! এই ক্ষেত্রেও ব্যাপার হয়েছে তাই! প্রাথমিক ভাবে ফোনে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ৪০০০ টাকার ছাড়। এর সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার। এক্ষেত্রে ফ্লিপকার্ট ছাড় দিচ্ছে ৮৮৫০ টাকা পর্যন্ত। শর্ত একটাই- যে ফোনটা এক্সচেঞ্জ করা হচ্ছে, সেটা চালু থাকতে হবে এবং বডিতে স্ক্র্যাচ থাকা চলবে না। এখানেই শেষ নয়, তৃতীয় ধাপেও আরেকটা ডিসকাউন্ট রয়েছে। কেউ যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: বাইকে পেট্রল ভরে চালাতে গিয়েই বিপত্তি, পাম্পে এ কী ঘটছে! বড় অভিযোগে সরব যুবকদল
এবার তাহলে হিসেবের অঙ্কে আসা যাক। ৪০০০ টাকার প্রাথমিক ছাড়ের পরে ফোনের দাম দাঁড়াচ্ছে ৯৯৯৯ টাকা, এর ওপরেই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। অতএব, এই ক্যাশব্যাকের পরিমাণ দাঁড়ায় ৪৯৯.৯৫ টাকা, না হয় ৫০০ টাকাই ধরা যাক।
এবার কেউ যদি এর সঙ্গে ৮৮৫০ টাকা এক্সচেঞ্জ অফারের পুরোটাই পান, তিনি সব মিলিয়ে বাঁচাতে পারছেন ৯৩৫০ টাকা। তাহলে শেষ পর্যন্ত ফোনের দাম কত টাকায় এসে ঠেকল? ৬৪৯ টাকা, তাই না?
