TRENDING:

Moto g72: ভারতে আসছে Moto g72! কেমন হতে পারে নতুন ফোন দেখে নিন এক নজরে

Last Updated:

Moto g72: ভারতে লঞ্চ হতে চলেছে Motorola কোম্পানির বহু প্রতীক্ষিত ফোন Moto g72। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসেই লঞ্চ করা হতে পারে Motorola-র এই নতুন ফোনটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করছে বাজারে। আগামী কয়েক মাসে ভারতের বিভিন্ন শহরে 5G পরিষেবা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে উন্নত ফোনের বাজারও তৈরি হচ্ছে ক্রমে ক্রমে। তবে শুধু দামি, অত্যাধুনিক ফোনই নয়। মোবাইল উৎপাদক সংস্থাগুলি ভারতের বাজারে নিয়ে আসছে নানা ধরনের মোবাইল।
advertisement

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola কোম্পানির বহু প্রতীক্ষিত ফোন Moto g72। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসেই লঞ্চ করা হতে পারে Motorola-র এই নতুন ফোনটি। তবে Motorola এখনও নির্দিষ্ট কোনও তারিখ জানায়নি। মনে করা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা ভারতের বাজারে লঞ্চ করাতে চলেছে এই ফোন। ফাঁস হওয়া খবর অনুযায়ী, Moto g72 ফোনে ব্যবহার করা হতে পারে ৮ জিবি র্যাোম এবং ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সম্প্রতি আলাদা আলাদা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Moto g72 ফোনের মডেল নম্বর XT2255 দেখা গিয়েছে।

advertisement

আরও পড়ুন:  চা বাগানে ঘুরছিল ফুটফুটে দু'টি বাচ্চা! মা কোথায়? অবশেষে মিলল লেপার্ডের সন্ধান!

ফাঁস হওয়া তথ্য বলছে, Moto g72 তে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৩৭ এসওসি (MediTek Helio G37 SoC) প্রযুক্তি। এতে থাকতে পারে ৬ জিবি র্যা ম ও ৮জিবি র্যাeম অপশন। এ ছাড়াও জানা গিয়েছে যে, ইনবিল্ড Store-এজ ব্যবহার করে Moto g72 ফোনের র্যাlম ৪ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। Moto g72 ফোনে ব্যবহার করা হতে পারে ক্রিসপ অ্যামোলেড ডিসPlay। থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেন্সর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওয়াকিবহাল মহলের ধারণা, Motorola-র নতুন Moto g72 ফোনে ব্যবহার করা হতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেই সঙ্গে থাকতে পারে ৩৩ ডাবলু দ্রুত চার্জিংয়ের সুবিধা।Motorola কোম্পানির নতুন Moto g72 ফোন ইউএস (US) ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), ইউএই (UAE) এর টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন (BIS) এবং আইএমইআই (IMEI) ওয়েবসাইটে মডেল নম্বর XT2255 দেখা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Moto g72: ভারতে আসছে Moto g72! কেমন হতে পারে নতুন ফোন দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল