এমন অনেক কুলার পাওয়া যায়, যাতে ‘হিউমিডিটি কন্ট্রোল’ ফিচার রয়েছে বলে দাবি করা হয়। কিন্তু সত্যিই কি তাই? যেমন ধরা যাক Crompton Optimus এর ইনভার্টার কম্পিটেবল ১০০ লিটারের পোর্টেবল ডেজার্ট এয়ার কুলার, এটি পাওয়া যাচ্ছে Amazon-এ। এতে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল এয়ার থ্রো প্রযুক্তি, অটো ফিল, হাই ডেনসিটি হানি কোম্ব, হিউমিডিটি কন্ট্রোল ফিচার। কিন্তু এটি কি সত্যিই আর্দ্রতা কমাতে পারে?
advertisement
আরও পড়ুন: বাড়িতে বাজ পড়বে না! বজ্রপাত থেকে বাঁচতে ঘরে রাখুন এই জিনিস! জানুন
আসলে আর্দ্রতা নিয়ন্ত্রণ করার ফিচার কুলারের ক্ষেত্রে কোনও বিশেষ বৈশিষ্ট্য নয়। এটি শুধুমাত্র কুলারে জলের ব্যবহার বৃদ্ধি বা হ্রাস করে। অর্থাৎ কম সেটিংয়ে রাখলে কম জল ব্যবহার করা হবে। প্রয়োজন মতো জলের ব্যবহার বাড়িয়ে নেওয়া যাবে। কিন্তু কম সেটিংয়েও কুলার ঘরের আর্দ্রতা ধীরে ধীরে বাড়াবে। কুলারের পক্ষে ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ এই যন্ত্রটি কাজই করে বাষ্পীভবনের সাহায্যে।
আরও পড়ুন:
বাষ্পীভবনের সাহায্যেই ঘরের তাপমাত্রা কম করা হয়। তবে এটি প্রতিরোধের উপায় আছে। ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা থাকা এজন্য খুবই জরুরি। জানালা ও দরজা খোলা রাখতে হবে। পাশাপাশি ঘরে একটি শক্তিশালী এগজস্ট ফ্যানের ব্যবহারও করা দরকার। তাতে ঘরের আর্দ্রতা অনেকাংশে কমতে পারে।