প্রতিদিন গাড়ি চালিয়ে অফিস যাওয়া, আমদানি-রফতানির মতো নানা কাজে ড্রাইভাররাই একমাত্র ভরসা তবে। তবে বর্ষাকালে রাস্তাঘাটের যা অবস্থা হয় তাতে রীতিমতো হাতে জীবন নিয়ে ড্রাইভ করতে হয়। বৃষ্টিতে গাড়ি চালানো যেন রীতিমতো যুদ্ধে নামার মতো।
আরও পড়ুন- বাড়ির সুরক্ষা বিদ্যুৎবাহী তারে! এই ভুল আপনিও করছেন না তো?
গাড়ি চালানোর সময় বৃষ্টির ছাট উইন্ডশিল্ডে লেগে কিছুই প্রায় দেখা যায় না। কখনও কখনও গাড়ির জানালা ,আবার কখনও কখনও ছাট এড়াতে আমরা এসি ব্যবহার করি। তবে বৃষ্টিতে দেখতে অসুবিধা হয় বলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এমনকী তা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।
advertisement
অথচ কেউ কি কখনও ভেবেছেন যে একটিমাত্র আলু গাড়ি দুর্ঘটনা রোধ করতে পারে? হ্যাঁ, আসলে আলু দিয়ে গাড়ির শিল্ডের দৃশ্যমানতা বাড়ানো যেতে পারে, এমনকী বৃষ্টির জল গাড়ির কাচে লেগে থাকবে না এমন ব্যবস্থাও করা যায়।
আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং স্টার্চ থাকে। যখন এটি গাড়ির কাচে ঘষা হয় তখন এই কার্বোহাইড্রেট কাচের উপর একটি স্তর তৈরি করে। এই কারণে বৃষ্টির জল গ্লাসে না লেগে থেকে পড়ে যায়।
এর পাশাপাশি কাচের উপর স্বচ্ছ ক্রিমের মতো একটি স্তর তৈরি হওয়ার কারণে তাপমাত্রা পরিবর্তন হলেও কুয়াশা তেমন জমে না। যদিও এর পরেও কিছু পরিমাণে কুয়াশা শিল্ডের উপর জমতে পারে, তবে আগের মতো একেবারেই নয়।
ব্যবহার পদ্ধতি
এর জন্য যে কোনও সাইজের আলু মাঝখান থেকে কেটে নিতে হবে। এর পরে কাটা দিকটি দিয়ে গাড়ির সমস্ত উইন্ডশিল্ডে আলুর টুকরো ঘষতে হবে। ওভিআরএময়েও এটি লাগানো উচিত। আলু দিয়ে গ্লাসটিকে সম্পূর্ণ ঘষে ফেলার পর এটি গ্লাসের উপর ক্রিমের মতো একটি আস্তরণ তৈরি করবে। এই স্টার্চের কোট স্বল্প দৃশ্যমানতার সমস্যা থেকে রক্ষা করবে।