Redmi Note 9 Pro-এর ফিচার্স
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তে রয়েছে 6.67 ইঞ্চির ডট ডিসপ্লে। Redmi Note 9 Pro-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলে ইন ডিসপ্লে ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth v5.0, ইনফ্রারেড (IR), USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।
advertisement
Redmi Note 9-এর ফিচার্স
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তে রয়েছে 6.53 ইঞ্চির ডট ডিসপ্লে, প্রোটেকশনের জন্য রয়েছে গোরিলা গ্লাস ৫। Redmi Note 9-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর সেলফির জন্য রয়েছে 13 মেগাপিক্সেলে ইন ডিসপ্লে ক্যামেরা। ফোনে রয়েছে Bluetooth v5.0, ইনফ্রারেড (IR), USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।