এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi 11T Pro ফোনের উল্লেখযোগ্য ফিচার!
Xiaomi-র নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 11T Pro-তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন, যা ১২০ এইচজেড (Hz) রিফ্রেশ রেট ও ৮০০ নিটসের ব্রাইটনেস যুক্ত। Xiaomi 11T Pro ফোনটির ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন অ্যাডাপ্টিভসিঙ্ক টেকনোলজি (AdaptiveSync Technology) যুক্ত, যা স্ক্রিনের রিফ্রেশ রেট অটোমেটিকালি ঠিক করতে পারে। Xiaomi-র নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 11T Pro-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট (Qualcomm Snapdragon 888 Chipset), যা ২৫৬ জিবির (GB) স্টোরেজ ও ১২ জিবি র্যাম (RAM) যুক্ত। Xiaomi-র নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 11T Pro-এর গ্লোবাল এডিশনে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। Xiaomi-র নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 11T Pro-এর ওজন হল ২০৪ গ্রাম এবং এর থিকনেস হল ৮.৮ এমএম।
advertisement
আরও পড়ুন - WhatsApp-এই ডাউনলোড করতে পারবেন Covid ভ্যাকসিন সার্টিফিকেট, জানুন কীভাবে
আরও পড়ুন - এক চার্জেই ১২০ কিমি! পেট্রোল-ডিজেলের ঝঞ্ঝাট আর নয়, দুর্দান্ত ইলেকট্রিক বাইক এল ভারতে!
Xiaomi-র নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 11T Pro-তে রয়েছে ট্রিপল ক্যামেরা। এছাড়া এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের (Megapixel) প্রাইমারি শ্যুটার (Shooter), যা ১/১.৭৫ অ্যাপারচার (Aperture) যুক্ত। এই ফোনের প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল শ্যুটার এবং ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ যুক্ত। এই ফোনের প্রধান রিয়ার ক্যামেরা ৮কে (8K) ভিডিও শ্যুট করতে সক্ষম। এছাড়াও Xiaomi-র নতুন এডিশনের স্মার্টফোন Xiaomi 11T Pro-তে রয়েছে ৫জি (5G) কানেকটিভিটি, এনএফসি (NFC) ও ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6)।