TRENDING:

Xiaomi ব্যবহারকারীদের ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে ছবি! অবিলম্বে এই কাজটি করুন

Last Updated:

কোম্পানির তরফে ব্যবহারকারীদের উদ্দেশ্যে বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে তাঁরা যেন অতি সত্বর তাঁদের ফটো বা ভিডিও Google Photos-এ ট্রান্সফার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি Xiaomi তার গ্রাহকদের জন্য এক নোটিশ ঘোষণা করে জানিয়েছে, কোম্পানি ক্লাউড সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি ক্রমাগত তার ব্যবহারকারীদের নোটিশ পাঠাচ্ছে যে তাঁদের সমস্ত ডেটা ৩০ এপ্রিল, ২০২৩ তারিখের পরে আর ক্লাউড সার্ভারে সেভ হবে না। MIUI গ্যালারি এরপরে আর সিঙ্ক সাপোর্ট করবে না। কোম্পানির তরফে ব্যবহারকারীদের উদ্দেশ্যে বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে তাঁরা যেন অতি সত্বর তাঁদের ফটো বা ভিডিও Google Photos-এ ট্রান্সফার করেন।
advertisement

ফোনের মিডিয়ায় থাকা সমস্ত তথ্যকে Google ড্রাইভে ট্রান্সফার সহজ করতে MIUI গ্যালারি আপডেট করা হয়েছে৷ Xiaomi ক্লাউডে সেভ করা সমস্ত ফটো এবং ভিডিও এবারে সহজেই Google Photos-এ সংরক্ষণ করা যেতে পারে। এর জন্য কোম্পানির তরফে ব্যবহারকারীদের ১০০ জিবি স্টোরেজ সহ Google One-এর তিন মাসের বিনামূল্যের ট্রায়াল দেওয়া হবে।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

advertisement

শুধু তাই নয়, যাঁদের অ্যাক্টিভ Xiaomi ক্লাউড মেম্বারশিপ রয়েছে তাঁরা মেম্বারশিপের টাকাও ফেরত পাবেন। Mi গত বছরের অক্টোবরে প্রকাশিত তার ব্লগে উল্লেখ করেছিল যে অনেক ব্যবহারকারী তাঁদের ফটো এবং ভিডিও টান্সফার করছেন, তাই কোম্পানি Xiaomi ক্লাউডে সেভ করা গ্যালারির বিভিন্ন আইটেমগুলিকে Google Photos-এ সহজে ট্রন্সফার করার অপশন দিয়েছে।

আবার যাঁরা Google Photos-এ কোনও ছবি বা ভিডিও টান্সফার করতে আগ্রহী নন তাঁদের Xiaomi ডিভাইসে সরাসরি ডেটা ডাউনলোড করার বিকল্পও অফার করেছে কোম্পানি।

advertisement

Google Photos-এ কীভাবে ডেটা ট্রান্সফার করতে হবে?

এই সার্ভিস বন্ধ করার বিষয়ে গ্যালারি এবং Xiaomi ক্লাউড অ্যাপে ব্যবহারকারীরা একটি নোটিশ পাবেন৷ এর পরেই তাঁরা ডেটা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করতে পারেন।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

advertisement

এর জন্য-

গ্যালারি অ্যাপ: স্টার্ট পেজে গিয়ে তারপরে Google Photos-এ ট্যাপ করতে হবে

Xiaomi ক্লাউড অ্যাপ: ‘More’ অপশনে আলতো প্রেস করে ডেটা ট্রান্সফার করা যায়

ট্রান্সফার প্রসেসর শুরু করার পরে এই নিয়মগুলি মেনে চলতে হবে-

১। Google Photos-এ গিয়ে ‘Transfer Data’-তে প্রেস করতে হবে

advertisement

২। যে Google অ্যাকাউন্টে ডেটা ট্রান্সফার করতে হবে সেটি সিলেক্ট করতে হবে

৩। Google প্রাইভেসি পলিসি পড়ে নিয়ে ‘Agree’ অপশনে ক্লিক করতে হবে

৪। Google-এ থাকা স্পেস সমস্ত আইটেম ট্রান্সফার করার জন্য যথেষ্ট হলে ট্রান্সফার অটোমেটিক ভাবে শুরু হবে। এটি যথেষ্ট না হলে ব্যবহারকারীদের Google One মেম্বারশিপের ট্রায়াল গ্রহণ করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫। এবারে ব্যবহারকারীরা অ্যাপে গিয়ে ট্রান্সফার স্টেটাস দেখতে পারবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Xiaomi ব্যবহারকারীদের ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে ছবি! অবিলম্বে এই কাজটি করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল