TRENDING:

ভারতে কবে আসছে শো-স্টপার Xiaomi 12 Pro 5G, ইঙ্গিত দিয়েছে Xiaomi India

Last Updated:

ভারতে যে Xiaomi 12 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হতে চলেছে, তার ফিচার সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও, এর কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে ইঙ্গিত মিলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Xiaomi 12 Pro 5G: একের পর এক 5G ফোন লঞ্চ হচ্ছে এ দেশে। সেই তালিকায় এ বার Xiaomi 12 Pro 5G স্মার্টফোন। খুব শীঘ্রই তা লঞ্চ করা হবে বলে জানান হয়েছে Xiaomi ইন্ডিয়া তরফে। এ বিষয়ে সংস্থা ঘোষণা করবে আগামী ১২ এপ্রিল। রিপোর্ট অনুযায়ী Xiaomi ইন্ডিয়া ১২ এপ্রিল তাদের Xiaomi 12 Pro 5G স্মার্টফোন সম্পর্কে বিশেষ ঘোষণা করতে পারে। গত বছর Xiaomi 12 সিরিজের ফোন লঞ্চ করা হয়েছে চিনে। এ ছাড়া ইউরোপেও লঞ্চ করা হয়েছে Xiaomi 12 সিরিজের ফোন। বিশ্ব বাজারে Xiaomi 12 সিরিজের তিনটি মডেল লঞ্চ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতে লঞ্চ করা হতে চলেছে Xiaomi 12 Pro 5G স্মার্টফোন। Xiaomi ইন্ডিয়ার তরফে মনু কুমার জৈন (Manu Kumar Jain) সম্প্রতি ট্যুইট করে জানিয়েছেন যে, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 12 Pro 5G স্মার্টফোন।
advertisement

ভারতে যে Xiaomi 12 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হতে চলেছে, তার ফিচার সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও, এর কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে ইঙ্গিত মিলেছে। টিপস্টারের তরফে যোগেশ ব্রার (Yogesh Brar) জানিয়েছেন যে, ভারতে Xiaomi 12 Pro 5G স্মার্টফোনের দাম হতে পারে প্রায় ৬৫,০০০ টাকা। রিপোর্ট অনুযায়ী, Xiaomi 12 Pro 5G স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্র্যাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1) ফ্ল্যাগশিপ। Xiaomi 12 Pro 5G ফোনে রয়েছে ১২জিবির(GB) এলপিডিডিআর৫ (LPDDR5) র্যা ম (RAM)। এ ছাড়াও Xiaomi 12 Pro 5G ফোনে থাকছে ২৫৬ জিবি ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ। ৪৬০০এমএএইচ (mAh) ব্যাটারি, ১২০ডাবলু (120W) ওয়্যারড ফাস্ট চার্জ। এ ছাড়াও Xiaomi 12 Pro 5G ফোনে রয়েছে ৫০ডাব্লু (50W) ওয়্যারলেস চার্জ এবং ১০ডাব্লু (10W) রিভার্স ওয়্যারলেস চার্জ।

advertisement

আরও পড়ুন - এক নজরে দেখে নিন Oneplus 10 Pro 5G ফোনের ১০টি বৈশিষ্ট্য

আরও পড়ুন - পুরনো অ্যাপ মুছে ফেলবে গুগল, এই সব অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে !

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Xiaomi 12 Pro 5G ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির কোয়াড (Quad) এইচডি প্লাস (HD+) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ১২০এইচজেড (120Hz) রিফ্রেশ রেট, ৪৮০এইচজেড টাচ স্যামপ্লিং রেট। এই 5G ফোনের ডিসপ্লে ১৫০০নিটস পিক ব্রাইটনেসকে সহায়ক বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। এ ছাড়াও Xiaomi 12 Pro 5G ফোনে রয়েছে এইচডিআর১০ প্লাস (HDR10+) এবং ডলবি ভিশন ফরম্যাট। Xiaomi 12 Pro 5G ফোনে রয়েছে করনিং গরিলা গ্লাস ভিক্টাস, ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স ৭০৭ (Sony IMX707) ওআইএস (OIS) ক্যামেরা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে কবে আসছে শো-স্টপার Xiaomi 12 Pro 5G, ইঙ্গিত দিয়েছে Xiaomi India
Open in App
হোম
খবর
ফটো
লোকাল