TRENDING:

গ্রাহকদের জন্য ১৫০০ টাকার দুর্দান্ত ক্যাশব্যাক অফার নিয়ে হাজির ভোডাফোন

Last Updated:

নতুন বছরে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির ভোডাফোন ৷ নতুন অফারে ভোডাফোনের গ্রাহকরা পেয়ে যাবেন ১৫০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন বছরে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির ভোডাফোন ৷ নতুন অফারে ভোডাফোনের গ্রাহকরা পেয়ে যাবেন ১৫০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ ৷ তবে নির্দিষ্ট গ্যালাক্সি সিরিজের ফোরজি ফোনে রিচার্জ করলেই মিলবে এই সুযোগ ৷ প্রিপেড ও পোস্ট পেড গ্রাহকরা সকলেই এই সুবিধা পাবেন ৷ Samsung Galaxy J2 Pro, Galaxy J7 Nxt, and Galaxy J7 Max মডেল কিনলেই মিলবে ১৫০০ টাকার ক্যাশব্যাক ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্যাশব্যাকের জন্য ভোডাফোন প্রি পেড গ্রাহকদের ২৪ মাসের জন্য ১৯৮ টাকার রিচার্ড করতে হবে ৷ এতে ফ্রি ভয়েস কল ও প্রতিদিন ১ জিবি ডেটার মিলবে ৷ পোস্ট পেড গ্রাহকদের যে কোনও একটি রেড প্ল্যান নিতে হবে ৷ ১২ মাস পর প্রথমে ৬০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে সংস্থার তরফে ৷ বাকি ৯০০ টাকা আরও ১২ মাস পরে পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ভোডাফোনের এম পেসা ওয়ালেটে এই ক্যাশব্যাকের টাকা জমা থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গ্রাহকদের জন্য ১৫০০ টাকার দুর্দান্ত ক্যাশব্যাক অফার নিয়ে হাজির ভোডাফোন