TRENDING:

কোয়াড রিয়ার ক্যামেরা, ৫০০০ mAh-সহ বাজারে এল Vivo Y50, জেনে নিন দাম ও ফিচার্স

Last Updated:

জেনে নিন Vivo Y50-এর দাম ও স্পেসিফিকেশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের ভারতে একটি মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করল Vivo। Vivo Y50-এর বিশেষ আকর্ষণ এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর ৫০০০ mAh-এর ব্যাটারি। ১০ জুন থেকে Amazon, Flipkart-সহ একাধিক অনলাই ই-কর্মাস প্ল্যাটফর্ম আর অফলাইন স্টোর থেকে বিক্রি শুরু হতে চলেছে Vivo Y50-এর। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি - আইরিস ব্লু আর পার্ল ওয়াইট। জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
advertisement

Vivo Y50-র ফিচার্স - এই স্মার্টফোনে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডিআর পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০.৭। Vivo Y50-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি Funtouch OS 10। সঙ্গে থাকছে Snapdragon 665 প্রসেসর। এই ফোনের রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেসর। থাকছে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

advertisement

Vivo Y50-এ রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ২.২ অ্যাপারচার। সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা সেন্সর।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Vivo Y50 স্মার্টফোনে রয়েছে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০ আর জিপিএস-এর সুবিধা। Vivo Y50 দাম শুরু হবে ১৭,৯৯০ টাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কোয়াড রিয়ার ক্যামেরা, ৫০০০ mAh-সহ বাজারে এল Vivo Y50, জেনে নিন দাম ও ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল