TRENDING:

Vivo X70 Pro Plus and X70 Pro launched in India: ৫০ মেগাপিক্সেল গিম্বল ক্যামেরা নিয়ে বাজারে এল ভিভো X70 Pro+, X70 Pro; এক নজরে দেখে নিন বাকি ফিচার্স

Last Updated:

Vivo X70 Pro Plus and X70 Pro launched in India: এই সিরিজের স্মার্টফোন দু’টির মূল বিশেষত্ব হচ্ছে- এর ক্যামেরা। বিশদে জেনে নেওয়া যাক, এই দু’টি ফোনের বিষয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সম্প্রতি X70 সিরিজ় লঞ্চ করেছে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো (Vivo)। এ বার ভারতের বাজারে এসে গেল এই সিরিজের Vivo X70 Pro এবং X70 Pro+ স্মার্টফোন। এই সিরিজের স্মার্টফোন দু’টির মূল বিশেষত্ব হচ্ছে- এর ক্যামেরা। বিশদে জেনে নেওয়া যাক, এই দু’টি ফোনের বিষয়ে।
Vivo X70 Pro Plus and X70 Pro
Vivo X70 Pro Plus and X70 Pro
advertisement

কত দামে মিলবে এই ফোন?

X70 Pro+ ভিভোর সব থেকে দামি স্মার্টফোন হতে চলেছে। কারণ ভারতের বাজারে এটি পাওয়া যাবে ৭৯,৯৯০ টাকায়। আর অন্য দিকে, Vivo X70 Pro পাবেন আরও তিনটি ভ্যারিয়্যান্টে- 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB। যার দাম পড়বে যথাক্রমে ৪৬,৯৯০ টাকা, ৪৯,৯৯০ টাকা এবং ৫২,৯৯০ টাকা।

কী কী রঙে পাওয়া যাবে এই ফোন?

advertisement

X70 Pro+ মিলবে এনিগমা ব্ল্যাক কালারে। আর Vivo X70 Pro-এর ক্ষেত্রে রয়েছে দু’টি কালার অপশন- অরোরা ডন এবং কসমিক ব্ল্যাক।

কোথায়, কখন অর্ডার করা যাবে?

আজ থেকেই এই দু’টি ফোনের প্রিবুকিং শুরু হয়ে যাচ্ছে। তাই কিনতে চাইলে ফ্লিপকার্ট (Flipkart) এবং vivo.com-এ গিয়ে অর্ডার করে দেওয়া যায়ে। আগামী ৭ অক্টোবর থেকে অনলাইনে কেনা যাবে Vivo X70 Pro। আর X70 Pro+ কিনতে গেলে অপেক্ষা করতে হবে ১৩ অক্টোবর পর্যন্ত। এ ক্ষেত্রে দু’টো লঞ্চ অফারও রেখেছে ভিভো। সেই অফার অনুযায়ী, ফোন কিনলে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে এবং সেই সঙ্গে ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে। অর্থাৎ ফোন কেনার এক বছরের মধ্যে ফোনের স্ক্রিন-এ সমস্যা হলে বিনামূল্যে সেই স্ক্রিন সারিয়ে দেবে সংস্থা।

advertisement

কী কী থাকছে X70 Pro+ স্মার্টফোনে?

X70 Pro+ স্মার্টফোনে থাকছে 6.78-inch Quad HD+ ডিসপ্লে এবং 1440x3200 পিক্সেল রেজোলিউশন। সেই সঙ্গে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনের মধ্যে রয়েছে- octa-core Qualcomm Snapdragon 888+ প্রসেসর, 12GB-র RAM এবং 256GB ইন্টারন্যাল স্টোরেজ।

ভিভোর হাই-এন্ড এই মডেলের ফোনের মূল অপারেটিং সিস্টেম হল- অ্যান্ড্রয়েড ১১ (Android 11)। সেই সঙ্গে রয়েছে ভিভো সংস্থার নিজস্ব FunTouch 12 UI লেয়ার।

advertisement

এই স্মার্টফোনের মূল আকর্ষণ হল- জাইস অপটিকস-সহ গিম্বল ক্যামেরা। X70 Pro+ স্মার্টফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা- 50MP মূল সেন্সর এবং সঙ্গে f/1.57 অ্যাপারচার, জিম্বল OIS, 48MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সঙ্গে 4-axis OIS গিম্বল স্টেবিলাইজেশন, 12MP পোর্ট্রেট ক্যামেরা এবং সঙ্গে f/1.6 অ্যাপারচার, 8MP পেরিস্কোপ ক্যামেরা। আর ফোনের সামনে রয়েছে f/2.45 অ্যাপারচার-সহ 32MP-র একটি ফ্রন্ট বা সেলফি ক্যামেরা।

advertisement

এ ছাড়াও X70 Pro+ স্মার্টফোনে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেই সঙ্গে ধুলো অথবা জলে এই ফোনের কোনও সমস্যা হবে না। X70 Pro+ স্মার্টফোনে রয়েছে ডুয়াল স্পিকার এবং 55W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট-সহ 4500mAh ব্যাটারি।

কী কী থাকছে Vivo X70 Pro স্মার্টফোনে?

এই ফোনের মধ্যে 8GB/12GB-র RAM-সহ octa-core MediaTek Dimensity 1200 প্রসেসর আছে। আর এর ইন্টারন্যাল স্টোরেজ 256GB পর্যন্ত।

ভিভোর এই মডেলের মূল অপারেটিং সিস্টেম হল- অ্যান্ড্রয়েড ১১। সেই সঙ্গে রয়েছে ভিভো সংস্থার নিজস্ব FunTouch OS। আর এই ফোনের ডিসপ্লে 6.56-inch full HD+ আর রিফ্রেশ রেট 120Hz।

X70 Pro+ স্মার্টফোনের মতোই এই ফোনেও রয়েছে গিম্বল ক্যামেরা। চারটি রিয়ার ক্যামেরার এই ফোনে থাকছে- OIS-সহ 50MP প্রাইমারি সেন্সর, আল্ট্রা সেন্সিং গিম্বল ক্যামেরা, গিম্বল স্টেবিলাইজেশন 3.0 টেকনোলজি, f/2.2 অ্যাপারচার-সহ 12MP 116° আল্ট্রা-ওয়াইড লেন্স, 12MP 50mm পোর্ট্রেট ক্যামেরা, f/3.4 অ্যাপারচার-সহ 8MP 5X পেরিস্কোপ ক্যামেরা। আর সেলফির জন্য থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এ ছাড়াও এই স্মার্টফোনে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেই সঙ্গে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ 4450mAh ব্যাটারিও থাকবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo X70 Pro Plus and X70 Pro launched in India: ৫০ মেগাপিক্সেল গিম্বল ক্যামেরা নিয়ে বাজারে এল ভিভো X70 Pro+, X70 Pro; এক নজরে দেখে নিন বাকি ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল