TRENDING:

Vivo V23e Cashback Offer: চোখ কপালে তোলা ক্যাশব্যাক অফার, দেশে এখন কত টাকায় মিলবে Vivo V23e ?

Last Updated:

Vivo V23e Cashback offer: এক নজরে দেখে নেওয়া যাক ইউজাররা Vivo V23e ফোনের উপরে কী ভাবে পেতে পারেন প্রায় ৫০০০ টাকার ডিসকাউন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Vivo V23e Cashback offer: ভারতে আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে Vivo V23e ফোন। কারণ Vivo কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে তাদের V সিরিজের ফোনের উপরে নতুন অফার। ভারতে কিছুদিন আগেই লঞ্চ করেছে Vivo V23e ফোন। এবার Vivo কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, Vivo V23e ফোনের উপরে পাওয়া যাবে প্রায় ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার। Vivo V23e ফোন হল একটি এন্ট্রি লেভেল লেটেস্ট সেলফি সেন্ট্রিক স্মার্টফোন। এক নজরে দেখে নেওয়া যাক ভারতে ইউজাররা Vivo V23e ফোনের উপরে কী ভাবে পেতে পারেন প্রায় ৫০০০ টাকার ডিসকাউন্ট।
advertisement

ভারতে যাঁরা Vivo V23e ফোন ক্রয় করবেন, তাঁরা এই ৫০০০ টাকার অফার পেতে পারেন। এর জন্য তাঁদের ব্যবহার করতে হবে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI), এসবিআই (SBI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড। এর মধ্যে যে কোনও একটি ব্যাঙ্কের কার্ড দিয়ে Vivo V23e ফোন ক্রয় করলে পাওয়া যাবে ৫০০০ টাকার ডিসকাউন্ট অফার। এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে মে মাসের ১০ তারিখ অবধি। ভারতে Vivo V23e ফোনের দাম হল ২৫,৯৯০ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক Vivo V23e ফোনের ফিচার।

advertisement

আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ

আরও পড়ুন - Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন

Vivo V23e ফোনে রয়েছে ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন। Vivo V23e ফোন পাওয়া যাচ্ছে দুটি কালার অপশনে। এর মধ্যে একটি হল মিডনাইট ব্লু এবং আরেকটি হল সানসাইন গোল্ড। Vivo V23e ফোনে ক্যাশব্যাকের অফারের মাধ্যমে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ২০,৯৯০ টাকায়। Vivo V23e ফোনে রয়েছে ৪৪এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। Vivo V23e ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড (FULL HD+ AMOLED) ডিসপ্লে। Vivo V23e ফোনে রয়েছে ৬০এইচজেড (60Hz) রিফ্রেশ রেট সাপোর্ট। Vivo V23e ফোনে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Vivo V23e ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর (MediaTek Dimensity 810)। Vivo V23e ফোনে রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট। Vivo V23e ফোনের পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Vivo V23e ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

advertisement

Vivo V23e ফোনের থিকনেস হল ৭.৪১ এমএম। Vivo V23e ফোনের ওজন ১৭২ গ্রাম। Vivo V23e ফোনে রয়েছে ৪০৫০এমএএইচ (mAh) ব্যাটারি। Vivo V23e ফোনে ৩০ মিনিটে চার্জ হয় প্রায় ৬৭ শতাংশ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo V23e Cashback Offer: চোখ কপালে তোলা ক্যাশব্যাক অফার, দেশে এখন কত টাকায় মিলবে Vivo V23e ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল