Vivo V23e 5G স্মার্টফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz আর স্ক্রিন রেজোলিউশন ২,৪০০ x ১,০৮০ পিক্সেল। এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসবে। কোম্পানি জানিয়েছে যে, এই ফোনটি হবে খুবই পাতলা হবে। এটি একটি আল্ট্রা-স্লিম গ্লাস ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে।
বলা হচ্ছে যে Vivo V23e 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে। ফোনটি এক্সটেন্ডেড ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে। সেফটি আর সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
advertisement
ছবি তোলার জন্য Vivo-র নতুন স্মার্টফোনে থাকবে ৫০ মেপাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। সেলফি আর ভিডিও কলিং এর জন্য ফোনের সামনে রয়েছে ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) ইউজার ইন্টারফেসে চলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V23e 5G ফোনে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনে USB টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য থকাছে 5G, 4G LTE, ব্লুটুথ ৫.১, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট।
থাইল্যান্ডে Vivo V23e 5G ফোনটি দুটি রঙে পাওয়া যাচ্ছে – মুনলাইট শ্যাডো ও শানশাইন কস্ট। Vivo V23e স্মার্টফোনটির দাম ভারতে ২৬,০০০ টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি গ্রাহকরা ই-কমার্স প্লাটফর্ম থেকে কিনতে পারবেন।