TRENDING:

লঞ্চের আগেই ফাঁস হল Vivo-র নতুন স্মার্টফোন Vivo T2X-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Last Updated:

Vivo T2x leaked online: টিপস্টার তথ্য ফাঁস করে জানিয়েছে যে, Vivo T2X অত্যন্ত সাশ্রয়ী মূল্যের হবে এবং এর দাম হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৫০০ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Vivo T2X Leak: ভিভো (Vivo) কোম্পানি তাদের টি২ (T2) সিরিজের দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলছে। আগামী ৬ জুন চিনে ওই সিরিজের দুটি স্মার্টফোন- Vivo T2 এবং Vivo T2X লঞ্চ করবে প্রস্তুতকারক সংস্থা। আর প্রকাশ্যে আনার আগেই Vivo T2-র স্পেসিফিকেশন নিশ্চিত করেছে Vivo। সংস্থার তরফে Vivo T2X-এর ফিচার এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে অনলাইনে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে ওই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার।
advertisement

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Tipster Digital Chat Station) Vivo T2X-এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি ফাঁস করছে ওয়েইবো (Weibo)-তে। টিপস্টার তথ্য ফাঁস করে জানিয়েছে যে, Vivo T2X অত্যন্ত সাশ্রয়ী মূল্যের হবে এবং এর দাম হতে পারে চিনা মুদ্রায় প্রায় ১,০০০ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৫০০ টাকা। ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে। আর এই ফোনের একদম উপরের দিকে মাঝখানে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাট-আউট থাকবে।

advertisement

আরও পড়ুন - এর লাভজনক অফার, একবার রিচার্জ করে সারা বছর কলিং, ডেটা ফ্রি!

ডিজিটাল চ্যাট স্টেশনের ফাঁস করা তথ্য অনুযায়ী, মিডিয়াটেক ডাইমেনসিটি (MediaTek Dimensity) ১৩০০ এসওসি থেকে পাওয়ার ক্যাপচার করবে T2X স্মার্টফোন। ৬০০০ mAh ব্যাটারি প্যাক-সহ ৪৪ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্টও থাকবে এই ফোনে। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে ড্য়ুয়াল-ক্যামেরা সেট-আপ। দু’টি প্রাইমারি ক্যামেরার মধ্যে থাকছে- একটি ৫০মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং আর একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর।

advertisement

যেহেতু ভিভো টি২এক্স স্মার্টফোনে এলসিডি স্ক্রিন থাকছে, তাই এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধে পাওয়া যাবে। আর এই ফোনটির ওজন হবে প্রায় ২০২ গ্রাম।

আরও পড়ুন - WhatsApp দিয়ে কী ভাবে ব্যবহার করবেন Digilocker? দেখে নিন এক নজরে

অন্য দিকে ভিভো টি২ (Vivo T2) স্মার্টফোনে রয়েছে কোয়্যালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) ৮৭০ এসওসি। এই ফিচারটি iQOO Neo 6 এবং অন্যান্য অনেক ফোনেই পাওয়া যায়। এই স্মার্টফোনের পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা-সহ ট্রিপল-ক্যামেরা সেট-আপ। আর ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এর পাশাপাশি, এই ফোনে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট সাপোর্ট-সহ একটি ৬.৬২-ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এরই সঙ্গে একটি ৪৭০০ mAh ব্যাটারি প্যাক এবং ৮০ ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্ট থাকছে। এর স্পেসিফিকেশনগুলি অনেকটা iQOO নিও 6-এর মতোই, যা আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। তবে ভিভোর এই টি২ সিরিজের দু’টি ফোন ভারতে কবে লঞ্চ করা হবে, সেই বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
লঞ্চের আগেই ফাঁস হল Vivo-র নতুন স্মার্টফোন Vivo T2X-এর স্পেসিফিকেশন এবং ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল