ফ্লিপকার্টের পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জিবি RAM সহ Vivo T2x ফোন ২০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১২,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে। অর্থাৎ এতে প্রায় ৮,০০০ টাকা সাশ্রয় করা যাবে। এই ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সুপার নাইট মোড, আধুনিক ক্যামেরা সেটআপ এবং ৭nm ৫G প্রসেসর।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
advertisement
ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, Vivo T2x ফোনে একটি ৬.৫৯ ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ২৪০ Hz টাচ স্যাম্পলিং রেট যুক্ত। এই ফোনের ডিসপ্লে ৬৫০ nits পিক ব্রাইটনেস যুক্ত।
৮ জিবি RAM –
এই ফোনে অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করা হয়েছে, যা Origin OS যুক্ত। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট, যা হাইপারইঞ্জিন ৩.০ প্রযুক্তি সমর্থন করে। এই ফোনে রয়েছে ৮ জিবি LPDDR4x RAM এবং ২৫৬ জিবির স্টোরেজ।
ক্যামেরা হিসাবে, এই ফোনে f/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স শ্যুটার রয়েছে, যা f/২.৪ অ্যাপারচার সহ বাজারে এনেছে সংস্থা। সেলফির জন্য এই ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে একটি ৬০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ W ফাস্ট চার্জিং যুক্ত। কানেকটিভিটির জন্য Vivo T2x ফোনে 4G LTE, Wi-Fi এবং ডুয়াল সিম সাপোর্ট রয়েছে।