TRENDING:

Oneplus 6 ও 6t মোবাইলের জন্য এসে গেল এক নতুন সফটওয়্যার আপডেট ! বদলে যাবে অনেক কিছুই...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্রযুক্তি: Oneplus 6 ও Oneplus 6t ফোনের জন্য নতুন সফটওয়ার আপডেট বাজারে এল। oneplus তাদের এই নতুন OxygenOS আপডেটটি ছাড়ার সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে গেছে Oneplus প্রেমিদের মধ্যে। ২০১৮ সালে যে ফোন গুলো বাজারে ছেড়েছে Oneplus, সব ফোনেই পাওয়া যাবে এই আপডেট। Oneplus 6 আর 6t যদিও আলাদা সফটওয়্যার কিন্তু নতুন আপডেট, দুটি ফোনেই সাপোর্ট করবে।
advertisement

Oneplus- এর তরফ থেকে বলা হয়েছে, এই সফটওয়্যার আপডেটের ফলে ফোনের কল বোর্ড থেকে সরাসরি এবং মেসেজ থেকেও সোজা Google Duo -এর মাধ্যমে ভিডিও কল করা যাবে। এই আপডেট আপনাকে দেবে "January 2019.1" সিকিউরিটি প্যাঁচ। যদিও গুগল তারপরে আরও একটি সিকিউরিটি আপডেট দিয়ে দিয়েছে। এখনই কয়েকজন উপভোক্তা এই আপডেট পেতে শুরু করলেও সকলের পেতে দু-চার দিন সময় লাগবে। এছাড়াও display optimizations আপডেট থাকছে Oneplus 6t-র জন্য। তবে যখনই ফোনে আপডেট আসবে সঙ্গে সঙ্গে ম্যানুয়ালি করুন  settings>system> system updates। ফোন আপডেট করে আবার নতুন করে নিন নিজের ফোনকে।

advertisement

আরও ভিডিও দেখুন--->

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oneplus 6 ও 6t মোবাইলের জন্য এসে গেল এক নতুন সফটওয়্যার আপডেট ! বদলে যাবে অনেক কিছুই...