বহুদিন ধরেই UIDAI-এর কাছে এয়ারটেলের বিরুদ্ধে আধার তথ্য নিয়ে অনিয়মের একের পর এক অভিযোগ জমা পড়ছিল ৷ এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতেই সংস্থার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আধার কর্তৃপক্ষ ৷
UIDAI তরফে জানানো হয়েছে, এয়ারটেল কানেকশন ব্যবহারকারী প্রায় ২৩ লক্ষ মানুষের অনুমতি না নিয়েই আধার নম্বর ব্যবহার করে পেমেন্টস ব্যাঙ্কে স্বতপ্রণোদিতভাবে তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, গ্রাহকদের আরও অভিযোগ এলপিজি গ্যাসের ভর্তুকির টাকাও পেমেন্টস ব্যাঙ্কে জমা করানো হয়েছে ৷ একই সঙ্গে এয়ারটেল অ্যাপ ডাউনলোড করলেও সংস্থার কাছে আপনাআপনি গ্রাহকের পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সম্মতি চলে যাচ্ছিল ৷
advertisement
এয়ারটেল ও এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক এই অভিযোগ অস্বীকার করলেও UIDAI সব অভিযোগ খতিয়ে দেখে এই সাময়িক লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে সংস্থার বিপদ এখানেই শেষ নয়, আরও গভীর তদন্তের পর পরবর্তী রিপোর্টে সংস্থার ত্রুটি সামনে এলে আরও কড়া সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আধার কর্তৃপক্ষ ৷