প্রথমেই প্লাগে নিজেদের ডিভাইস চার্জে বসিয়ে দিতে হবে। তারপর কী করতে হবে দেখে নিন এক নজরে।
স্টেপ ১ - নিজেদের ডিভাইস কানেক্ট করতে হবে USB কেবলের সঙ্গে।
স্টেপ ২ - এরপর প্লাগ-ইন করতে হবে যে কোনও একটি পাওয়ার সোর্সের সঙ্গে।
ওয়াল পাওয়ার আউটলেট (Wall power outlet): প্রথমে নিজেদের USB প্লাগ-ইন করতে হবে USB অ্যাডপটারের সঙ্গে। এরপর অ্যাডপটারের প্লাগ ইন করতে হবে ওয়াল পাওয়ারে।
advertisement
কম্পিউটার (Computer): নিজেদের চার্জিং কেবল প্লাগ ইন করতে হবে USB ২.০ অথবা কম্পিউটারের ৩.০ পোর্টের সঙ্গে। এই সময় দেখে নিতে হবে সেই কম্পিউটার যেন স্লিপ মোডে না থাকে। মনে রাখা প্রয়োজন USB পোর্ট কি-বোর্ডে ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন - iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
পাওয়ার অ্যাকসেসরি (Power accessory): পাওয়ার USB হাবে নিজেদের কেবল প্লাগ ইন করতে হবে। এ ছাড়া ডকিং স্টেশনে অথবা অন্যান্য Apple সারটিফায়েড অ্যাকসেসরিতে প্লাগ ইন করা যেতে পারে।
এ বার দেখে নিন iPhone চার্জ না হলে অথবা ধীরে ধীরে চার্জ হলে কী করা প্রয়োজন?
স্টেপ ১ - প্রথমেই দেখে নিতে হবে চার্জিং কেবল বা USB অ্যাডপটারে কোনও ধরনের ড্যামেজ (ক্ষতিগ্রস্ত) রয়েছে কিনা! মনে রাখতে হবে কোনও সময়ই ক্ষতিগ্রস্ত অ্যাকসেসরিজ ব্যবহার করা উচিত নয়।
স্টেপ ২ - ওয়াল পাওয়ার আউটলেটের সঙ্গে চার্জিং কেবল বা USB অ্যাডপটার কানেক্ট করে দেখে নিতে হবে নিজেদের চার্জিং কেবল ঠিক রয়েছে কিনা। এ ক্ষেত্রে এসির পাওয়ার কেবল অথবা অন্যান্য আউটলেট ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন - WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
স্টেপ ৩ - চার্জিং পোর্টে কিছু লাগানো থাকলে তা খুলে ফেলতে হবে এবং নিজেদের ফোনে লাগিয়ে দেখে নিতে হবে চার্জ হচ্ছে কিনা! চার্জিং পোর্টে ড্যামেজ থাকলে তা সার্ভিস করাতে হবে।
স্টেপ ৪ - এরপর নিজেদের ডিভাইস চার্জ দিতে আধ ঘণ্টার জন্য।
স্টেপ ৫ - এরপরেও সেই ডিভাইস কোনও কাজ না করলে রিস্টার্ট করতে হবে।
স্টেপ ৬ - এরপর আবার সেই ডিভাইস আধ ঘণ্টার জন্য চার্জ দিতে হবে।
স্টেপ ৭ - এরপরেও সেই ডিভাইস কাজ না করলে Apple স্টোরে নিয়ে যেতে হবে।