আসল আইফোন চেক করার উপায় -
- সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সেই ফোন আসল না নকল তা ভাল করে যাচাই করে নেওয়া প্রয়োজন।
- আইফোন আসল না নকল তা যাচাই করার জন্য সবার প্রথমে সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
advertisement
- এরপর অ্যাবাউট অপশনে ক্লিক করে সিরিয়াল নম্বর কপি করতে হবে।
- এরপর গুগলে গিয়ে checkcoverage.apple.com লিখে সার্চ করতে হবে।
- এরপর কপি করা সেই সিরিয়াল নম্বর এখানে পেস্ট করতে হবে।
- এর ফলে সেই আইফোনের যাবতীয় তথ্য সেখানে দেখা যাবে।
- সেকেন্ড হ্যান্ড আইফোন কবে কেনা হয়েছে এবং সেই আইফোনের ওয়ার্যান্টি রয়েছে কি না সমস্ত কিছুই সেখানে দেখা যাবে।
আইফোনের ব্যাটারি এবং স্ক্রিন রিপ্লেস -
- সেকেন্ড হ্যান্ড আইফোনের ব্যাটারি এবং স্ক্রিন রিপ্লেসমেন্ট হয়েছে কি না অথবা সেটি আসল কি না সেটাও যাচাই করা প্রয়োজন।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
- এর জন্য সবার প্রথমে সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করতে হবে।
- এরপর অ্যাবাউট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে থাকা পার্টস অ্যান্ড সার্ভিস স্টোরিতে গিয়ে ব্যাটারি এবং স্ক্রিন নতুন অথবা রিপ্লেসমেন্ট হয়েছে কি না তা যাচাই করতে হবে।
- এক্ষেত্রে ডিসপ্লে এবং ব্যাটারি নকল অথবা পুরনো হলে সেখানে লেখা থাকবে Unknown Parts।
ব্যাটারি হেলথ চেক করার উপায় -
- সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে তার ব্যাটারি ঠিকঠাক আছে কি না সেটাও চেক করতে হবে।
- ব্যাটারির হেলথ চেক করার জন্য সবার প্রথমে সেটিং অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ব্যাটারি হেলথ অপশনে ক্লিক করে পার্সেন্টেজ চেক করে নিতে হবে।
- ৮০ শতাংশের কম ব্যাটারি হলে সেই আইফোন কেনা উচিত নয়।
- ৮০ শতাংশের কম ব্যাটারি হলে সবার প্রথমে ব্যাটারি রিপ্লেসমেন্ট করাতে হবে।