TRENDING:

কল রিসিভ করার আগেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? সমস্যার ভূত ফোনের ভিতরেই, কী করবেন জেনে নিন

Last Updated:

অনেক সময় নেটওয়ার্ক থাকলেও হঠাৎ কল ড্রপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কিছু সহজ সমাধান অবশ্য আছে হাতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোবাইল ফোনে কথা বলতে বলতে হামেশাই ফোন কেটে যায়। আসলে যতক্ষণ নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকে ততক্ষণই কথা বলা যায়। তখন সহজেই যে কোনও কল রিসিভ করা যায়। বাইরে বেরলে আর কথা বলা সম্ভব হয় না।
advertisement

কিন্তু অনেক সময় নেটওয়ার্ক থাকলেও হঠাৎ কল ড্রপ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কিছু সহজ সমাধান অবশ্য আছে হাতে। যদিও এর জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। কয়েকটি পদক্ষেপ মেনে চললেই এর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

নিজের ফোন রিস্টার্ট করা—

অ্যান্ড্রয়েডের ছোটখাটো ত্রুটির কারণে ফোন কল রিসিভ করতে অনেক সময় সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা মোকাবিলা করার একটি সহজ উপায় হল নিজের ফোন রিবুট বা রিস্টার্ট করা। এটি করলে ওই ফোনের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। পরে তা আবার লোড হবে। এর মাধ্যমে প্রযুক্তিগত কোনও সমস্যা থেকে থাকলে তা পুনরুদ্ধার করা সম্ভব হবে।

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

এরোপ্লেন মোড—

প্রথমেই দেখে নিতে হবে, ফোনে এরোপ্লেন মোড চালু আছে কিনা! কারণ এটি যে কোনও নেটওয়ার্ক নিষ্ক্রিয় করে দিতে পারে। সে জন্য কল রিসিভ করাও সম্ভব হয় না।

advertisement

নেটওয়ার্ক কভারেজ এলাকা—

কারও কল পেতে বা কাউকে কল করতে গেলে এলাকায় নেটওয়ার্ক সংক্রান্ত কোনও সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। যদি নেটওয়ার্ক সিগন্যাল না আসে, তাহলে সিগন্যাল সমস্যা নেই এমন কোনও জায়গায় গিয়ে কল করতে হবে।

ডু নট ডিস্টার্ব মোড—

‘ডু নট ডিস্টার্ব মোড’ সক্রিয় থাকলে অ্যান্ড্রয়েড ফোনে কল অ্যালার্ট সহ সমস্ত নোটিফিকেশন বন্ধ হয়ে যায়। কখনও কখনও এটি কল সংযোগেও সমস্যা তৈরি করে। এজন্য নিজের ফোনে ডিএনডি মোড বন্ধ রাখা প্রয়োজন।

advertisement

সক্রিয় রিচার্জ প্ল্যান—

মোবাইল রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা জরুরি। যদি এমনটা হয়ে থাকে, তবে ফের রিচার্জ করলেই আবার ফোন কল করা সম্ভব হবে।

ব্লকড নম্বর—

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কখনও কখনও জ্ঞাতসারে বা অজান্তে কোনও ব্যক্তির মোবাইল নম্বর ব্লক হয়ে যেতে পারে। এরপর যখনই সেই ব্যক্তি কল করবেন তাঁর কল কেটে যাবে। এমনকী ওই নম্বরে ফোন করাও যাবে না। এমন অবস্থায় একবার সেটিং-এ গিয়ে যাচাই করে নিতে হবে। ব্লক হয়ে যাওয়া নম্বর আনব্লক করে দিলেই সমস্যার সমাধান!

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কল রিসিভ করার আগেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? সমস্যার ভূত ফোনের ভিতরেই, কী করবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল