বিভিন্ন ধরনের বৈদ্যুতীন সরঞ্জাম এ ভাবে গরম হয়ে যাওয়া খুবই সাধারণ বিষয়। কিন্তু স্মার্টফোন অল্পেতেই গরম হয়ে গেলে বিষয়টিতে সতর্কতার প্রয়োজন রয়েছে। কারণ এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ফেটে দুর্ঘটনা ঘটতে পারে। এমন অনেক দৃষ্টান্তও রয়েছে।
তাই সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে স্মার্টফোনে ‘লাইমশট পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার মোবাইল রেডিয়েটর’ ব্যবহার করা যেতে পারে। এতে স্মার্টফোন ঠান্ডা থাকবে।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
অ্যামাজন থেকে কেনা যেতে পারে এই ডিভাইস -
নিজেদের স্মার্টফোন ঠান্ডা রাখার জন্য এই ‘লাইমশট পাবজি এবং ফ্রি ফায়ার মোবাইল রেডিয়েটর’ কেনা যেতে পারে অনলাইনে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনে পাওয়া যায় এই ধরনের ডিভাইস। বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির রেডিয়েটর থাকলেও লাইমশট কোম্পানির রেডিয়েটর সব থেকে ভাল। কারণ এই কোম্পানির রেডিয়েটরে বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ফিচার পাওয়া যায়। এর দাম মাত্র ৩৯৯ টাকা। স্মার্টফোনে ভিডিও দেখার সময় এবং গেম খেলার সময় এই ডিভাইস স্মার্টফোন ঠান্ডা রাখতে সাহায্য করে।
লাইমশট পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার মোবাইল রেডিয়েটর -
যাঁরা স্মার্টফোনে গেম খেলেন না, কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখেন তাঁরাও নিজেদের স্মার্টফোনে এই ‘লাইমশট পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার মোবাইল রেডিয়েটর’ ব্যবহার করতে পারেন। আসলে এই ডিভাইস স্মার্টফোন ঠান্ডা রাখার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড হিসাবেও কাজ করে। এর পিছনে রেডিয়েটর লাগিয়ে টেবিলে স্মার্টফোন রেখে দেওয়া যায়। মাত্র ১০ মিনিটের মধ্যে এই ডিভাইস স্মার্টফোনকে ৭ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করে দিতে পারে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
তার যুক্ত এবং তারহীন রেডিয়েটর -
স্মার্টফোনের রেডিয়েটর কেনার সময় অনেকেই সমস্যার মধ্যে পড়েন। আসলে তাঁরা বুঝতে পারেন না তারহীন বা ওয়্যারলেস রেডিয়েটর কিনবেন না তারযুক্ত ওয়্যারড রেডিয়েটর কিনবে! সে ক্ষেত্রে বলাই যায়, যাঁরা স্মার্টফোনে বেশি সময় ধরে গেম খেলেন তাঁদের জন্য তারযুক্ত রেডিয়েটরই উপযুক্ত। কারণ ওয়্যারলেস রেডিয়েটর বারবার চার্জ দিতে হয়। এর ব্যাটারি একটানা বেশি সময় পর্যন্ত চলে না। অন্যদিকে যাঁরা নিজেদের স্মার্টফোন বেশি সময়ের জন্য ব্যবহার করেন না, তাঁদের জন্য ওয়্যারলেস রেডিয়েটর উপযুক্ত।