Samsung তাদের ফোনে ব্যবহার করতে চলেছে ২০০ মেগাপিক্সেলের সেন্সর। রিপোর্ট অনুযায়ী এর জন্য কাজ করা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবসময় বেশি মেগাপিক্সেল ব্যবহার করলেই বেটার কোয়ালিটি পাওয়া যায় না। এর ফলে Samsung কোম্পানির এই বিষয়টির দিকেও নজর দেওয়া প্রয়োজন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে Samsung ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। কিন্তু Samsung এর সঙ্গে কীভাবে অন্যান্য ফিচার এবং সেন্সরকে যুক্ত করে সেটাই দেখার। Samsung Galaxy S23 Ultra ফোন হল Samsung Galaxy S23 সিরিজেরই পার্ট। মনে করা হচ্ছে ২০২৩ সালে এই ফোন লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ক্রেতাদের কাছে Samsung Galaxy S23 Ultra ফোন সবথেকে প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে।
advertisement
আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
আরও পড়ুন - Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন
Samsung Galaxy S22 Ultra ফোন হল প্রথম S সিরিজের ফোন যেখানে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় এস পেন। এবার Samsung তাদের এস সিরিজের ফোনের সঙ্গে চালু করতে চলেছে অন্য একটি সিরিজের ফোন। Samsung চালু করতে চলেছে আলট্রা সিরিজের ফোন। এছাড়াও বাজারে রয়েছে Samsung-এর ফোল্ডিং ফোন Samsung Galaxy Z এবং Samsung Galaxy Z Flip। Samsung তাদের প্রিমিয়াম ফোনে ফাস্ট চার্জ প্রযুক্তি আরও উন্নত করতে পারে। কারণ চাইনিজ ব্র্যান্ডের ফোনের সঙ্গে এটি নিয়েই একটা লড়াই রয়েছে Samsung-এর ফোনের। Samsung যদি তাদের ফোনে ৪৫ ডবলু ফাস্ট চার্জ ফিচার ব্যবহার করে তাহলে সেই ফোনের দাম লাখ টাকার কাছাকাছি হতে পারে।
Samsung কোম্পানির ফোনের সঙ্গে ফাস্ট চার্জ নিয়ে লড়াই রয়েছে অন্যান্য সংস্থার। এর মধ্যে রয়েছে Xiaomi, যাদের ফোনে রয়েছে ১২০ ডব্লু ফাস্ট চার্জ। Realme-এর ফোনে রয়েছে ১৫০ ডব্লু ফাস্ট চার্জ। দেখা যাক শেষ পর্যন্ত এই বিষয়ে সংস্থা প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে পারে কি না