TRENDING:

Samsung Galaxy M13: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার-সহ বাজারে এল Samsung Galaxy M13

Last Updated:

Samsung তাদের M সিরিজের দু'টি ফোন লঞ্চ করেছে। সেই দু'টি নতুন ফোন হল Samsung Galaxy M13 ও Samsung Galaxy M13 5G

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Samsung Galaxy-M13-Launched: Samsung ভারতে লঞ্চ করেছে তাদের নতুন দুই ফোন। Samsung তাদের M সিরিজের দু'টি ফোন লঞ্চ করেছে। সেই দু'টি নতুন ফোন হল Samsung Galaxy M13 ও Samsung Galaxy M13 5G। এক নজরে দেখে নেওয়া যাক এই দু'টি ফোনের সমস্ত খুঁটিনাটি।
Samsung Galaxy M13
Samsung Galaxy M13
advertisement

ভারতে Samsung Galaxy M13 ও Samsung Galaxy M13 5G ফোনের দাম -

Samsung Galaxy M13 5G ফোনের দাম হল ১৩,৯৯৯ টাকা, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম হল ১৫,৯৯৯ টাকা। Samsung Galaxy M13-এর ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম হল ১১,৯৯৯ টাকা। Samsung Galaxy M13-এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম হল ১৩,৯৯৯ টাকা। এই দু'টি ফোনে পাওয়া যাবে ব্যাঙ্কের অফার। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ১,০০০ টাকার ছাড়। Samsung.com, অ্যামাজন এবং নির্দিষ্ট কয়েকটি রিটেল স্টোরে ২৩ জুলাই থেকে পাওয়া যাবে এই ফোন।

advertisement

Samsung Galaxy M13 5G ফোনের ফিচার -

Samsung Galaxy M13 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। যা ১২ জিবি র‍্যাম এবং র‍্যাম প্লাস ফিচার যুক্ত। এছাড়াও এই ফোনে রয়েছে সফটওয়্যার এনেবল ভার্চুয়াল র‍্যাম ফিচার। Samsung Galaxy M13 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

advertisement

Samsung Galaxy M13 5G ফোনে সাপোর্ট করে ১১ ৫জি ব্যান্ড -

আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

advertisement

N1(2100), N3(1800), N5(850), N7(2600), N8(900), N20(800), N28(700), N38(2600), N40(2300), N41(2500), N78(3500)।

Samsung Galaxy M13 ফোনের ফিচার -

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Samsung Galaxy M13 ফোনে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৮৫০ চিপসেট। Samsung Galaxy M13 ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। Samsung Galaxy M13 ফোনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫। এছাড়াও Samsung Galaxy M13 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা যা ইউডবলু-১২৩ এফওভি যুক্ত। এই ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy M13: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার-সহ বাজারে এল Samsung Galaxy M13
Open in App
হোম
খবর
ফটো
লোকাল