TRENDING:

120Hz ডিসপ্লে, প্রসেসর৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy F23

Last Updated:

Samsung Galaxy F23 ফোনের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Samsung Galaxy F23: ভারতে আসছে Samsung-এর Qualcomm SoC প্রযুক্তিতে তৈরি প্রথম Galaxy F সিরিজ ফোন। F-সিরিজ স্মার্টফোনের দুনিয়ায় সর্বশেষ সংযোজন হতে চলেছে Galaxy F23। চেহারায় অবশ্য Galaxy M52 (5G)-ফোনটির মতোই দেখতে এই নতুন স্মার্ট ফোনকে। গত বছর এ দেশে আত্মপ্রকাশ করেছিল Galaxy M52 (5G)।
advertisement

Galaxy F23-এর অন্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৬ GB পর্যন্ত RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা, ভার্চুয়াল RAM এক্সপ্যানশন এবং ১২০ Hz ডিসপ্লে। Samsung F-সিরিজের স্মার্টফোনগুলি বড় ব্যাটারির জন্য পরিচিত। ব্যতিক্রম নয় নতুন সদস্যটিও। Galaxy F23-তেও রয়েছে ৫,০০০mAh ব্যাটারি।

ঠিক কেমন হবে Galaxy F23 —

কী কী রয়েছে এই নতুন ফোনে? Samsung Galaxy F23-তে রয়েছে একটি ৬.৬-ইঞ্চি full-HD+ ডিসপ্লে, সেই সঙ্গে Corning Gorilla Glass 5-এর সুরক্ষা এবং ১২০ Hz রিফ্রেশ রেট।

advertisement

সেলফি ক্যামেরার জন্য থাকছে বিশেষ waterdrop-style notch। কেনার সময় গ্রাহক পছন্দ করে নিতে পারবেন নীল (Aqua Blue) ও সবুজ (Forest Green) রঙের যে কোনও একটি।

আরও পড়ুন - মার্চেই বাজারে আসতে চলেছে Samsung-এর নতুন গ্যালাক্সি A সিরিজ ফোন

Snapdragon 750G SoC প্রযুক্তিতে তৈরি এই স্মার্টফোনটির চিপসেট প্রাথমিক ভাবে এন্ট্রি-লেভেল মিড-বাজেট ফোনগুলির জন্য ডিজাইন করা হয়েছিল। এই চিপসেটেই চলে OnePlus Nord CE 5G, Fairphone 4 ইত্যাদি৷

advertisement

Samsung Galaxy F23-এর পিছনের ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল (১২৩ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড), এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। সামনে, সেলফির জন্য রয়েছে একটি ৮ মেগাপিক্সেল শ্যুটার।

Galaxy F23 স্মার্টফোনে থাকছে 5G কানেক্টিভিটি-সহ Wi-Fi, ব্লু-টুথ, GPS/ A-GPS, NFC, USB Type-C, একটি 3.5mm হেডফোন জ্যাক এবং 4G LTE। ২৫W দ্রুত চার্জ সাপোর্ট ও ৫,০০০mAh-এর একটি ব্যাটারি বহন করে।

advertisement

আরও পড়ুন - অ্যান্ড্রয়েড ও আইফোনে কী ভাবে বদলাবেন ডিফল্ট ওয়েব ব্রাউজার, রইল টিপস

ভারতে এর দাম কত ?

Galaxy F23 নীল এবং সবুজ রঙে বেসিক ৪ GB RAM + ১২৮ GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য দাম পড়বে, ১৭,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ GB RAM + ১২৮ GB ফোনের দাম পড়বে ১৮,৪৯৯ টাকা।

advertisement

তবে introductory price হিসাবে ৪GB + ১২৮ GB ভেরিয়েন্টের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা এবং ৬ GB + ১২৮ GB ভেরিয়েন্টের দাম পড়বে ১৫,৯৯৯ টাকা। এর সঙ্গে ICICI ব্যাঙ্কের কার্ড থাকলে মিলবে ১০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক।

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

Galaxy F23 5G আগামী ১৬ মার্চ থেকে Samsung.com, Flipkart.com এবং নির্বাচিত খুচরো দোকানে পাওয়া যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
120Hz ডিসপ্লে, প্রসেসর৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy F23
Open in App
হোম
খবর
ফটো
লোকাল