TRENDING:

ভারতে Galaxy A সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন লঞ্চ করল Samsung, জেনে নিন দাম ও ফিচার্স

Last Updated:

স্যামসাং-এর এই দু’টি নয়া স্মার্টফোনের বিশেষত্ব হল ৫০০০mAh ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান! ভারতে Galaxy A সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung — Galaxy A14 5G এবং Galaxy A23 5G। স্যামসাং-এর এই দু’টি নয়া স্মার্টফোনের বিশেষত্ব হল ৫০০০mAh ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটি। তা-হলে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন:

এতে থাকছে ৯০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এই নয়া স্মার্টফোনে রয়েছে স্যামসাঙের নিজস্ব Exynos 1330 চিপসেট। সেই সঙ্গে থাকছে ৮জিবি ব়্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ — একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এ-ছাড়া আগেই বলা হয়েছে যে, ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং-সহ এই ফোনে রয়েছে ৫০০০mAh পাওয়ারযুক্ত ব্যাটারি।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন:

এই ফোনে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ ৬.৬ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে। যার ফলে এই ফোনে মসৃণ ভাবে স্ক্রল করা এবং ফ্লুইড স্ক্রিন ট্রানজিশনের মজা উপভোগ করা যাবে। তবে এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেট-আপ। যার মধ্যে থাকবে আল্ট্রা-ওয়াইড, ডেপথ এবং ম্যাক্রো লেন্স। যার মাধ্যমে দারুণ ফটো এবং ভিডিও তোলা যাবে। এর পাশাপাশি এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯ চিপসেট এবং ৮জিবি ব়্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এ-ছাড়া ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং-সহ এই ফোনে রয়েছে ৫০০০mAh পাওয়ারযুক্ত ব্যাটারি।

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনের দাম:

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি-তে পাওয়া যাচ্ছে তিনটি স্টোরেজ অপশন — ৪জিবি+৬৪জিবি, ৬জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি। এই তিন স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ১৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ২০ হাজার ৯৯৯ টাকা। আর এই স্মার্টফোনে তিনটি রঙের ভ্যারিয়েন্ট রয়েছে — ডার্ক রেড, লাইট গ্রিন এবং ব্ল্যাক।

advertisement

আবার অন্য দিকে, স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি-তে পাওয়া যাচ্ছে দু’টি স্টোরেজ অপশন — ৬জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা এবং ২৪ হাজার ৯৯৯ টাকা। আর এই স্মার্টফোনের ক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন তিনটি রঙের বিকল্প — সিলভার, অরেঞ্জ এবং লাইট ব্লু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি পাওয়া যাবে ১৩৮২ টাকার ইএমআই-তে। আর স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি পাওয়া যাবে ১৫৭৬ টাকার ইএমআই-তে। প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ২০ জানুয়ারি থেকে এই দুই ডিভাইসই পাওয়া যাবে স্যামসাং এক্সক্লুসিভ ও পার্টনার স্টোর, Samsung.com এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে। আর আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে Samsung.com-এর লাইভ কমার্সে এই ডিভাইস বিক্রয় শুরু হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে Galaxy A সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন লঞ্চ করল Samsung, জেনে নিন দাম ও ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল