TRENDING:

Redmi K50i 5G Price Cut: এক ধাক্কায় ৩,০০০ টাকা সস্তা হল Redmi K50i 5G, এখনই কিনে ফেলুন

Last Updated:

Redmi K50i 5G Price Cut: এক নজরে দেখে নেওয়া যাক Redmi K50i 5G ফোনের সমস্ত খুঁটিনাটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Redmi K50i 5G Price Cut: Xiaomi তার সস্তা দামের ফোনেও শক্তিশালী ফিচার দেওয়ার জন্য খুবই জনপ্রিয়। যে সকল গ্রাহক একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটি সুখবর রয়েছে। কারণ Redmi K50i 5G ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। Mi.com থেকে পাওয়া তথ্য অনুযায়ী Redmi K50i 5G ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২৫,৯৯৯ টাকায়। Redmi K50i 5G ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে এই দামে।
advertisement

Redmi K50i 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের ছাড়। Redmi K50i 5G ফোনে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ৩,০০০ টাকার ছাড়। এছাড়াও Redmi K50i 5G ফোনে যে কোনও ডেবিট এবং ক্রেডিট কার্ডে ১,৫০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এমআই এক্সচেঞ্জ অফারের অধীনে ১৬,৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক Redmi K50i 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট। Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। Redmi K50i 5G ফোনে রয়েছে ২ বছরের সিস্টেম আপডেট এবং ৩ বছরের নিরাপত্তা বিষয়ক আপডেট।

advertisement

Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে ১০৮০x ২৪৬০ পিক্সেল রেজোলিউশন। Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে 144Hz এর রিফ্রেশ রেট এবং 270Hz এর টাচ স্যাম্পলিং রেট।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

advertisement

Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং টেকনোলজি ২.০ সহ তাপ নিয়ন্ত্রণের জন্য একটি ৭-স্তর গ্রাফাইট এবং বাষ্প চেম্বার। Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। Redmi K50i 5G ফোনে ৫০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Redmi K50i ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার যা ডলবি অ্যাটমোস ফিচার যুক্ত। Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়াও Redmi K50i 5G ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi K50i 5G Price Cut: এক ধাক্কায় ৩,০০০ টাকা সস্তা হল Redmi K50i 5G, এখনই কিনে ফেলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল