TRENDING:

Redmi 11 Prime 5G ফোনে দুর্দান্ত ছাড়, স্টোরেজ বাড়াতে পারেন 1TB পর্যন্ত

Last Updated:

Xiaomi Days Sale-এর লাইভে Xiaomi-এর স্মার্টফোনগুলো খুবই কম দামে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর। কারণ Redmi 11 Prime 5g ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। যাঁরা একটি ভাল ৫জি সাপোর্ট যুক্ত ফোনের খোঁজ করছেন, তাঁরা আকর্ষণীয় ছাড়ে এই ফোন ক্রয় করতে পারেন। Xiaomi Days Sale থেকে গ্রাহকরা খুব কম দামে Redmi কোম্পানির বিভিন্ন রেঞ্জের ফোন ক্রয় করতে পারেন। যাঁরা একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা খুব ভাল অফার সহ Redmi 11 Prime 5G বাড়িতে নিয়ে যেতে পারবেন।
advertisement

Xiaomi Days Sale-এর লাইভে Xiaomi-এর স্মার্টফোনগুলো খুবই কম দামে গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে। এই সেলের মধ্যে, কোম্পানি তাদের সমস্ত রেঞ্জের ফোনে অফারগুলি উপলব্ধ করেছে। কিন্তু যদি সেরা ডিলের কথা বলা হয়, তাহলে এখান থেকে Redmi 11 Prime 5G ফোনের উপরে একটি খুবই ভাল অফার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

advertisement

Mi.com-এর লাইভ ব্যানার থেকে জানা গিয়েছে যে Redmi 11 Prime 5G ফোনটি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সেল পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, কেনাকাটার জন্য এইচডিএফসি ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে ১,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। সুতরাং Xiaomi Days Sale-এর লাইভ সেলে Redmi 11 Prime 5G ফোনটি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

advertisement

Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (HD+) এলসিডি। Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৯০এইচজেড রিফ্রেশ রেট। Redmi 11 Prime 5G ফোনে স্ক্রিনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা। Redmi 11 Prime 5G ফোনে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এসওসি। Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২। Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে MIUI 13 স্কিন, যা IP52 জল এবং ধুলো প্রতিরোধী গুণযুক্ত।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi 11 Prime 5G ফোনে দুর্দান্ত ছাড়, স্টোরেজ বাড়াতে পারেন 1TB পর্যন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল