যে সকল গ্রাহক রিয়েলমির কোনও নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে একটি খুশির খবর। কারণ রিয়েলমি ফোনে খুব সহজেই পাওয়া যাবে বিশাল ডিসকাউন্ট। সম্প্রতি রিয়েলমি নিয়ে এসেছে একটি নতুন অফার। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি সেভিংস পাস। নতুন রিয়েলমি সেভিং পাসের মাধ্যমে রিয়েলমি কোম্পানি গ্রাহকদের দিচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
জনপ্রিয় ই-কমার্স অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট অনুযায়ী রিয়েলমির এই নতুন রিয়েলমি সেভিংস পাস পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায়। এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন। রিয়েলমির এই ৯৯ টাকার নতুন রিয়েলমি সেভিং পাস গ্রাহকরা ব্যবহার করতে পারবে ৮ সেপ্টেম্বরের পর থেকে। অর্থাৎ রিয়েলমির এই নতুন রিয়েলমি সেভিংস পাস ব্যবহার করে গ্রাহকেরা ৮ সেপ্টেম্বরের পর থেকে রিয়েলমি ফোনের উপরে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং বিভিন্ন ধরনের সুবিধা।
নতুন রিয়েলমি সেভিংস পাসের মাধ্যমে গ্রাহকেরা রিয়েলমির বিভিন্ন ধরনের ফোনের উপর প্রায় ১০০০ টাকার ছাড় পেতে পারেন। অর্থাৎ ইউজাররা ফেস্টিভ্যাল প্রাইজ এবং অন্যান্য বেনিফিটের উপরেও ১০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। একই সঙ্গে রিয়েলমির এই নতুন রিয়েলমি সেভিংস পাসের মাধ্যমে গ্রাহকরা স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনের সুবিধা পাবেন। পাশাপাশি, গ্রাহকরা রিয়েলমির এই নতুন রিয়েলমি সেভিংস পাসের মাধ্যমে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
এই সেভিংস পাসের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের সবার প্রথমে ৯৯ টাকার রিয়েলমি প্রায়োরিটি পাস কিনতে হবে। এরপর সেই পাসের মাধ্যমে ৮ সেপ্টেম্বরের পর থেকে গ্রাহকরা রিয়েলমির যে কোনও ফোনের উপরে ডিসকাউন্টের সুবিধা পেয়ে যাবেন।