Realme C30-এর দাম কত?
২ জিবি RAM এবং ৩২ জিবি স্টোরেজ ডেটা সহ স্মার্টফোনের এই ভ্যারিয়েন্টটির মূল্য মাত্র ৭,৪৯৯ টাকা। ৩ জিবি RAM এবং ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র ৮,২৯৯ টাকা।
Realme C30 হ্যান্ডসেটটি কী কী কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে?
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
advertisement
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
স্মার্টফোনটি ব্যাম্বু গ্রিন এবং লেক ব্লু এই দুটি রঙে পাওয়া যাবে।
Realme C30-তে কি কোনও ডিসকাউন্ট মিলছে?
যাঁরা এই বাজেট হ্যান্ডসেটটি কিনতে ইচ্ছুক তাঁরা অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনতে পারেন। গ্রাহকরা Flipkart-এ অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনলে প্রায় ৫ শতাংশ ক্যাশব্যাকের অফার পাবেন।
Realme C30 স্পেসিফিকেশন এক ঝলকে:
C30 স্মার্টফোনটি ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সহ Unisoc (T612) প্রসেসরের সঙ্গে পাওয়া যাচ্ছে। সাধারণত বাজেট সেগমেন্টের স্মার্টফোনে এই প্রসেসরই ব্যবহার করা হয়। এছাড়াও থাকছে ৩ জিবি পর্যন্ত RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধে। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক্সটারনাল স্টোরেজের সীমা ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এতে 5000mAh ব্যাটারি ব্যাকআপের সঙ্গে থাকছে 10W চার্জিং সাপোর্ট যা দ্রুত চার্জিংয়ে সহায়তা করবে। স্মার্টফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল শ্যুটার ক্যামেরা এবং পেছনে থাকছে ৮ মেগাপিক্সেলের লেন্স ক্যামেরা।
এছাড়া রয়েছে মাইক্রো ইউএসবি স্লট, 3.5mm হেডসেট জ্যাক, ব্লুটুথ 5.0v এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আরও নানান আকর্ষণীয় ফিচার।