এটি আল্ট্রা হাই-স্পিড ইন্টারনেট স্পিড প্রদান করবে ৷ সমাজ পরিবর্তনে পরবর্তী প্রজন্মের কাছে এই বিরাট ভূমিকা গ্রহণ করবে বলেই আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ ভারতে ৫জি প্রযুক্তি ঠিক কীভাবে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে দেশের প্রথম সারির তিনটি টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে ডেমো দিয়েছে ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি মুম্বইয়ের এক স্কুল শিক্ষক-সহ, মহারাষ্ট্র, গুজরাত ও ওড়িশায় আলাদা তিন জায়গায় তিনটি মানুষকে সংযুক্ত করে দেখিয়েছেন ৷
advertisement
এর থেকেই প্রমাণিত হয়েছে পড়ুয়া ও শিক্ষকদের এই পরিষেবা অনেক কাছাকাছি নিয়ে এসেছে ৷ জিওর পক্ষ থেকে স্ক্রিনের আগমেন্টেড রিয়্যালিটি দেখানো হয়েছে যার মাধ্যমে শিক্ষকেরা দেশজুড়ে শিক্ষাদান করতে পারবেন ৷ এমনকী এই পরিষেবার ফলে প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারাও ব্যাপক ভাবে উপকৃত হতে চলেছেন ৷
আরও পড়ুন: 5G launch in India: আরও উন্নত ও গতিশীল ইন্টারনেট পরিষেবা, আজ ৫জি বিপ্লবের সাক্ষী হল দেশ
এয়ারটেলের পক্ষ থেকে একটি ডেমোতে দেখানো হয়েছে ৷ উত্তরপ্রদেশের এর যুবতী ৫জি পরিষেবার লাইভ ডেমোতে সৌরশক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন ৷ সেই অভিজ্ঞতাই যুবতী শেয়ার করে নিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷
আরও পড়ুন: 5G launch in India: দেশে চালু ৫জি পরিষেবা, আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ? জেনে নিন
ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে একটি ডেমোতে দেখানো হয়েছে এক সুরক্ষাকর্মী যিনি টুইন টাওয়ারের কাছে দিল্লি মেট্রোর নিমার্ণের কাছে দেখিয়েছেন কীভাবে প্রত্যন্ত গ্রামের মানুষও নির্দিষ্ট সময়ে সুরক্ষা সম্পর্ক আবগত হতে পারেন ৷ ৫জির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যক্ষ করেছেন প্রতিটি ডেমোই ৷