POCO M4 Pro স্মার্টফোনটি ৩টি রঙ আর ৩টি ভারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই নতুন স্মার্ট ফোনের সর্বনিম্ন দাম ভারতীয় মূল্যে প্রায় ১৪,৯৯৯ টাকা। এই দামের মোবাইলটিতে পাওয়া যাবে ৬GB RAM + ৬৪GB স্টোরেজ। ৬GB RAM + ১২৮GB স্টোরেজ-সহ ফোনের দাম পড়বে ১৬,৪৯৯ টাকা। ৮GB RAM + ১২৮GB স্টোরেজ-সহ সব থেকে দামি ফোনটি পাওয়া যাবে ১৭,৯৯৯ টাকায়। সব ভারিয়েন্টের উপর ১,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
HDFC ব্যাংকের কার্ডধারীরা পোকো ফোনটির ওপর ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। আবার ফোনটি ইএমআই অপশনে কেনা যাবে। তিনটি রঙের মধ্যে ফোনটি বেছে নেওয়া যাবে - কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক।
কী কী আছে?
Poco M4 Pro-এর ৪G ভ্যারিয়েশনে রয়েছে
১। ৬.৪৩ ইঞ্চি full-HD+ AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে ৯০Hz refresh rate
২। MediaTek Helio G৯৬ টিপসেট
৩। ৮GB RAM। শুধু তাই নয়, এতে রয়েছে Turbo RAM ফিচার, যা ১১GB পর্যন্ত RAM এক্সপানশনে সক্ষম
৪। ১২৮GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে
আর পড়ুন - WhatsApp Voice Message: ভয়েস নোট রেকর্ড করতে গেলে এবার পাবেন Pause –এর সুবিধা, আসছে আপডেট
৫। ৫,০০০mAh ব্যাটারি, সেই সঙ্গে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট
৬। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনে থাকছে ৪G LTE, Wi-Fi, ব্লু-টুথ, IR blaster, একটি USB type-C পোর্ট, একটি ৩.৫mm হেডফোন জ্যাক ইত্যাদি
ক্যামেরা কেমন?
ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও একটি মাইক্রো লেন্স। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।